AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টিভেন স্মিথ খেলছেন ম্যাচ স্বস্তি, ফিরলো রাজস্থানের


Ekushey Sangbad

০৭:০২ পিএম, সেপ্টেম্বর ২২, ২০২০
স্টিভেন স্মিথ খেলছেন ম্যাচ স্বস্তি, ফিরলো রাজস্থানের

একুশে সংবাদ: বেশ কয়েকদিন ধরেই অস্বস্তিকর একটা অবস্থা চলছিল স্টিভেন স্মিথকে নিয়ে।তিনি খেলতে পারবেন কি পারবেন না- তা নিয়ে ছিল অনিশ্চয়তা।অবশেষে সব জটিলতা কাটিয়ৈ স্বস্তি দিলেন রাজস্থান রয়্যালস শিবিরকে। , ‘আমি নামছি সিএসকে ম্যাচে।বলে জানিয়ে দিলেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে নেট প্র্যাকটিসে মাথায় চোট পেয়েছিলেন স্মিথ। কনকাশন টেস্ট পাস করলেও স্মিথকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাবেক অসি অধিনায়ক। রাজস্থান শিবিরে যোগ দেওয়ার পরও শোনা যায় স্মিথের মধ্যে ফের কনকাশনের কিছু উপসর্গ দেখা গেছে। ফলে রাজস্থান অধিনায়ক প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সিএসকে ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্মিথ জানিয়ে দিলেন তিনি এখন ১০০ শতাংশ ফিট। স্মিথ বললেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারিনি; কিন্তু এখন আমি ফিট আছি। রাজস্থান শিবিরে যোগ দেওয়ার পর ট্রেনিংও শুরু করেছি। আজ আবার নেট প্র্যাকটিসে নামব। আমি তাই সিএসকে ম্যাচে নামতে তৈরি।’ চেন্নাই সুপার কিংস মানে বরাবরই রাজস্থানের জন্য অপয়া এক প্রতিপক্ষ। ব্যক্তিগত দ্বৈরথে সিএসকের বিরুদ্ধে মাত্র সাতবার জয় পেয়েছে রাজস্থান। যা নিয়ে স্মিথ বললেন, ‘আইপিএলে বহু বছর ধরেই দুটো দল ধারাবাহিকভাবে দাপট দেখিয়েছে। মুম্বাই ও চেন্নাই। এবারের আইপিলে দুই দলের প্রথম ম্যাচটা আমি দেখেছি। সিএসকে খুব ভাল খেলেছে। সিএসকের বিরুদ্ধে জিততে হলে আমাদের নিজেদের সর্বস্ব দিতে হবে। কিন্তু আমরা তৈরি। আশা করছি জয় পেয়ে আইপিএল অভিযান শুরু করব আমরা।’ সিএসকের প্রশংসায় পঞ্চমুখ হলেও আবার ধোনিদের সতর্কে করে স্মিথ জানিয়ে দিলেন তার স্কোয়াডেও বিশ্বমানের সমস্ত প্রতিভারা আছেন যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। স্মিথ বললেন, ‘আমাদের স্কোয়াড এবার দারুণ। একদম অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। নতুন যারা যোগ দিয়েছে তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমি সবেমাত্র রাজস্থান শিবিরে যোগ দিয়েছে ঠিকই। তবে গত এক মাস বাকিরা পুরোদমে ট্রেনিং করেছে। গোটা দল আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে।’ রাজস্থানের সম্ভাব্য একাদশ মনন ভোরা/যশস্বী জয়সওয়াল, জস বাটলার, রবিন উথাপ্পা, স্টিভ স্মিথ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাড়কট, অঙ্কিত রাজপুত/বরুণ অ্যারণ, মায়াঙ্ক মার্কন্ডে। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ মুরালি বিজয়, আম্বাতি রায়ডু, এমএস ধোনি, শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভো,ফ্যাফ ডু’প্লেসি, রবীন্দ্র জাদেজা,কেদার যাদব, শার্দুল ঠাকুর,পীযুষ চাওলা, জস হ্যাজলউড/ স্যাম কুরান। একুশে সংবাদ/তাশা/গো/২২/০৯/২০২০
Link copied!