AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদে জয়া বাচ্চনের কড়া জবাব


Ekushey Sangbad

০৬:১৭ পিএম, সেপ্টেম্বর ১৬, ২০২০
সংসদে জয়া বাচ্চনের কড়া জবাব

একুশে সংবাদ: বলিউড অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবার বলিউডের মাদক-যোগের অভিযোগের সমালোচনা করে সংসদে কড়া বক্তব্য রেখেছেন । বক্তব্যে বলিউডকে অপমান করা ব্যক্তিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।তার বক্তব্যের সমর্থন দিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা।জয়াকে বাহবাও দিয়েছেন সিনেমা বিষয়ক সংগঠনগুলো। এই বক্তৃতার পর জয়া ও তার পরিবার ট্রলের শিকারও হচ্ছে। অনেকে তাদের কটূ কথাও বলছেন। এইসব দেখে আগাম সুরক্ষার ব্যবস্থা করল মুম্বাই পুলিশ। অমিতাভ ও জয়া বচ্চনের বাংলো জলসার বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জুহুতে বচ্চন পরিবারের বাংলো জলসার বাইরে বিরাট বাহিনীকে পাহারায় রেখেছে মুম্বাই পুলিশ। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। ১৫ সেপ্টেম্বর সংসদে বক্তব্যের পর সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হন জয়া বচ্চন। নেটিজেনের একটা বড় অংশ তার নিন্দায় সরব হন। ট্যুইটারে ট্রেন্ড করছিল #ShameOnJayaBachchan হ্যাশট্যাগ। তবে ৭২ বছরের অভিনেত্রী তাঁ মন্তব্যের জন্য বলিউডের একটা অংশ ও অন্যান্য মহল থেকে কুর্নিশও কুড়িয়েছেন। বুধবার জয়া বচ্চনের পাশে দাঁড়িয়েছে শিব সেনা। দলীয় মুখপাত্র সামনায় বিজেপি নেতা রবি কিষেণের সমালোচনা করে বলা হয়, ‘যারা এই দাবি করছেন, তারা ভণ্ড। তারা দু'রকমের মন্তব্য করেন।’ সামনায় আরও বলা হয় যে, যারা দাবি করছেন, সব শিল্পী ও টেকনিশিয়ানরা মাদকাসক্ত, তাদেরই আগে ডোপিং পরীক্ষা করানো হোক। মঙ্গলবার রাজ্যসভায় বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নোংরা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। বিজেপির সাংসদ রবি কিষণের মন্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার।’ সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ড্রাগ-যোগের বিষয়টি উঠে আসায় অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে আঙুল উঠেছে। সে বিষয়েই জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ত্সনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তারাই এখন একে নর্দমা বলছেন। আমি এর সঙ্গে একেবারেই সহমত নই। আশা করব, এই ধরনের লোকেদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’ প্রসঙ্গত,কঙ্গনা রানাওয়াত দিন কয়েক আগেই ‘গটর’ অর্থাৎ নর্দমা বলে কটাক্ষ করেছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে।কঙ্গনার অভিযোগ অনুযায়ী ৯৯ শতাংশ ইন্ডাস্ট্রির মানুষই জড়িয়ে আছে মাদকের সঙ্গে । একুশে সংবাদ/তাশা/১৬/০৯/২০২০
Link copied!