AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"আমিই নজরুল" ৬২ তম পর্বে অতিথি উদার প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ


Ekushey Sangbad

০৮:০০ পিএম, সেপ্টেম্বর ১৫, ২০২০

কলকাতা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজন ‘আমিই নজরুল’। গেল সোমবার (১৪ সেপ্টেম্বর) ৬২ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারের বিষয় কাজী নজরুল ইসলাম গবেষণায় উদার আকাশ প্রকাশন ও উদার আকাশ পত্রিকা। এই বিষয়ে মূল্যবান আলোচনা করলেন ভারতের উদার আকাশ এবং শিক্ষা ও সমাজ পত্রিকার সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজ-চিন্তাবিদ ও সংগঠক ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেন, ‘আমিই নজরুল, কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ব্যতিক্রম উদ্যোগ। এই উদ্যোগের একজন অতিথি হিসেবে থাকতে পেরে অনেক আনন্দিত। আজকের বিষয়টি কাজী নজরুল ইসলাম গবেষণায় উদার আকাশ প্রকাশন ও উদার আকাশ পত্রিকা। আমার প্রকাশনা থেকে কবি কাজী নজরুল ইসলাম-এর চারটি বই প্রকাশ করেছি। ড. সা’ আদুল ইসলামের নজরুল–"সাহিত্যে দেশকাল", শেখ মকবুল ইসলামের "নজরুল নানা মাত্রা", আবুল হোসেন বিশ্বাসের "সেকুলার ভিসন অব কাজী নজরুল ইসলাম," ও নুরুল আমিন বিশ্বাসের লেখা "নজরুল সাহিত্যের দিগবলয়"— কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণামূলক চারটি বই নিয়ে আলোচনা করার প্রয়াসে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। নিঃসন্দেহে কাজী নজরুল ইসলাম প্রেমিকদের ভালো লাগলো মুক্ত আলোচনা। আশা রাখি। মুক্ত আসরের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক আবু সাঈদ বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে মুক্ত আসরের আয়োজন চলবে বছরব্যাপী। এই আয়োজনের মাধ্যমে কাজী নজরুল ইসলাম গবেষক, শিল্পী, অনুরাগীদের চিন্তা চেতনা তরুণসমাজের কাছে কবি কাজী নজরুল ইসলামের বিশাল কর্মযোগ তুলে ধরা। নজরুল শুধু মাত্র বাংলা সাহিত্যের একজন কবি, লেখক, অনুবাদক, সংগীতজ্ঞ নন, তিনি বিশ্বের একজন শক্তিশালী কবি। এই মহামানবকে আমরা সারাবিশ্বের তুলে ধরতে চাই। সবার সহযোগীতায় আমিই নজরুলের মাধ্যমে আমরা আরও নানা রকমের উদ্যোগ নিতে চাই। আমাদের সঙ্গে যাঁরা যাঁরা যুক্ত হয়েছেন তাঁদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ https://www.youtube.com/watch?v=pJyCd9Y7wWI&app=desktop এস.ফারুক // ১৫.০৯.২০২০
Link copied!