AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ-ভারত সহযোগিতার আশ্বাস


Ekushey Sangbad

১২:৩৩ পিএম, আগস্ট ২৩, ২০২০
কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ-ভারত সহযোগিতার আশ্বাস

একুশে সংবাদ : আমরা এখন চাচ্ছি বাংলাদেশের কৃষিকে বাণিজিকীকরণ ও আধুনিকীকরণ করা। এ ক্ষেত্রে ভারত প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে আছে, আমরা তাদের সহযোগিতা নিতে পারি। আমরাও তাদের অনেক প্রযুক্তি দিয়ে সহযোগিতা দিতে পারি। কৃষিক্ষেত্রে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে । রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পরস্পরকে সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতে অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে সহযোগিতা অনেক বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। ভারতেরও গ্রামীণ অর্থনীতি কৃষি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ শিল্পায়নের দিকে যাচ্ছি। কিন্তু শিল্পায়ন করতে হলে স্থানীয় বাজার বড় করতে হবে। সেটা নির্ভর করবে গ্রামীণ অর্থনীতি কীভাবে আরো বড় হয়, আরো চাঙ্গা হয়। তিনি আরো বলেন, ভারতে যেসব কৃষিপ্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো বাংলাদেশে সহজে আনা যায়। ফলমূল, শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজারে রফতানি করা নিয়ে আলোচনা করেছি। তিনিও বলেছেন, তার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করবেন। একুশে সংবাদ/এআরএম/২৩/০৮/২০২০
Link copied!