AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনহার আরেক সহযোগী সিফাতেরও জামিন মঞ্জুর


Ekushey Sangbad

০১:২৪ পিএম, আগস্ট ১০, ২০২০
সিনহার আরেক সহযোগী সিফাতেরও জামিন মঞ্জুর

একুশে সংবাদ: নিহত মেজর (অব .) সিনহা মােঃ রাশেদ খানের সহযােগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ১০ আগষ্ট সাড়ে ১১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ-৩) এর ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ এই জামিন মঞ্জুর করেন। সিফাতের আইনজীবি আইনজীবী অ্যাডভোকেট মো.মোস্তফা ও মাহবুবুল আলম টিপু জানান , পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলা করা হয়। দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এদিকে, গতকাল পূলিশের দায়ের করা মামলায় আরেক সহযোগী শিপ্রা রানী দেবনাথ জামিনে মুক্তি পেলেন। দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। উল্লেখ্য, ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় তার সহযোগী হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের এই দুই শিক্ষার্থীকে আসামী করেন পুলিশ। একুশে সংবাদ/শাহাদত/১০-০৮-২০২০
Link copied!