AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনামূল্যে নদী পারাপারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে নৌকা দেয়া হলেও টাকা নেওয়ার অভিযোগ!


Ekushey Sangbad

০৫:৪৩ পিএম, আগস্ট ৯, ২০২০
বিনামূল্যে নদী পারাপারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে নৌকা দেয়া হলেও টাকা নেওয়ার অভিযোগ!

একুশে সংবাদ:গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই থেকে বলদীঘাট বাজারের পাশ দিয়ে মাটিকাটা নদীর উপর দিয়ে একমাত্র রাস্তাটি নিচু হয়ে যাওয়ার কারনে অল্প বৃষ্টিতেই রাস্তাটির তলিয়ে গেছে। এই দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের হাজার হাজার মানুষের। সেই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক সাধারন মানুষের পারাপারের জন্য একটি নৌকা কিনে দিয়েছে। সেই নৌকা দিয়ে মানুষকে পারপারের জন্য একটি মাঝি নিয়োগ দিয়েছে। মাঝিকে চেয়ারম্যনের পক্ষথেকে বেতনও দেয়ার কথা রয়েছে। কিন্তু ওই মাঝি চেয়াম্যানের কথার আড়ালে পারাপারের জন্য সাধারন মানুষের কাছ থেকে ১০ থেকে ১৫ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক জানতে পেরে তাৎখনিক ব্যবস্থা নিয়েছে। এতে দুই গ্রামের হাজার হাজার সাধারন মানুষ সন্তুষ প্রকাশ করে চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শনিবার ৮ আগষ্ট সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়,যেখানে জনগণের সার্থে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নৌকা দেয়া হয়েছে সেখানে প্রতিজনের কাছ থেকে পারাপারের জন্য ১০ টাকা ১৫ করে নেয়া হচ্ছে।এলাকা বাসির দাবি নৌকা ফ্রী দেয়া হয়েছে টাকা দিবো কেন? টাকা নেয়ার বিষয়টি নৌকার মাঝির কাছে জানতে চাইলে তিনি জানান, ইউপি সদস্য শফিক হায়দার মেম্বার বলেছে টাকা নেয়ার জন্য। এবিষয়ে শফিক হায়দার বলেন, নিজের টাকা দিয়ে নৌকা কিনে দিয়েছি মাঝির টাকাওকি আমি দিবো নাকি? তাই আমি প্রতি জনের কাছ থেকে ৫ টাকা করে নিতে বলেছি। কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক বলেন, আমি অসুস্থ থাকায় সরেজমিনে যেতে পারেননি কিন্তু আমি ১৪ হাজার টাকা দিয়ে নৌকা কিনে দিয়েছি মাঝির বেতনও আমি দিব। এখানে জনগনের কাছ থেকে টাকা নেয়ার কোন প্রশ্নই আসেনা। টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে আমি শনিবার ৮ আগষ্ট বিকেলে সরেজমিনে পরিদর্শন করেছি এবং মাঝিকে টাকা নিতে নিষেধ করা হয়েছে। তবে ১৪ হাজার টাকার নৌকা একেবারে ছোট হয়ে গেছে। আমাকে ফ্রীতে দিলেও এই নৌকা নিতামনা। পরে ওই নৌকার পাশাপাশি ইঞ্জিনচালিত আরেকটি নৌকার ব্যবস্থা করে দিয়েছি। উল্লেখঃ- অল্প বৃষ্টিতেই তলিয়ে গেছে রাস্তা, চরম দুর্ভোগে শ্রীপুরের গ্রামবাসি এই শিরোনামে গত ২৬ জুলাই দৈনিক জবাবদিহি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের কন্ঠসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষটি কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হকের নজরে আসে। পরে চেয়ারম্যানের নিজ অর্থায়নে সাধারন মানুষে দুর্ভোগ নিরসনে জন্য ১৪ হাজার টাকা খরচ করে একটি নৌকার ব্যবস্থা করেদেন তিনি। একুশে সংবাদ/সানি /০৯/০৮/২০২০
Link copied!