AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগের অবস্থায় ফিরছে রাজধানীর সড়ক


Ekushey Sangbad

০২:৫২ পিএম, জুলাই ১৩, ২০২০
আগের অবস্থায় ফিরছে রাজধানীর সড়ক

একুশে সংবাদ: করোনা সংক্রমণ, মৃত্যু এখনও আশানুরূপ না কমলেও গত দুই-তিন মাসের তুলনায় সম্প্রতি দেশে করোনা ভীতি কিছুটা কমেছে। এর সত্যটা কিছুটা হলেও পাওয়া যায় রাস্তায় বের হলে। যানবাহন চলছে হরদম। তাতে করে মানুষ ছুটে চলছে এস্থান থেকে ওস্থান। ফুটপাত, দোকানপাটেও মানুষ কম না। স্বাভাবিকভাবে রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যাও। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারে দেখা যায়, বাজারের মোড় থেকে ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবন পর্যন্ত যানজট। কারওয়ান বাজার মোড়ের সিগন্যালের কারণে দীর্ঘক্ষণ যানবাহন নড়াচড়ার খবর নেই। স্বাভাবিক সময়ে এই চিত্র নিত্যনৈমত্তিক হলেও করোনা সংক্রমণের পর এই চিত্রের দেখা মিলছিল না। তবে এখন নতুন করে দেখা দিতে শুরু করেছে আগের চিত্র। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ থমকে থাকছে বাস। যানবাহনের দীর্ঘ সারি থাকলেও বাসগুলোতে যাত্রী পরিবহন বিধি মেনেই চলছে। দুজনের সিটে একজন করে বসছেন। দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। তবে বাসে হ্যান্ড সেনিটাইজারের কোনো ব্যবস্থা নেই। সোমবার দীর্ঘক্ষণ কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক ছাড়ার পর অল্প এগোতেই পড়তে হয় বাংলা মোটরের ট্রাফিকে। সেখানেও সিগন্যাল ছাড়ার অপেক্ষা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আবার সিগন্যাল। অল্প বিরতিতে আবার ছেড়ে যাওয়া। এসবে চরম স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও করোনার ভীতি কাটিয়ে এভাবেই অল্প অল্প করে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অর্থনীতির চাকা। একুশে সংবাদ/তাশা/গো/১৩/০৭/২০২০
Link copied!