AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রোববার


Ekushey Sangbad

১১:৪৩ এএম, জুলাই ৯, ২০২০
ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রোববার

একুশে সংবাদ: করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র। আগামী রোববার থেকে ব্রিটিশ ভিসা সেবা পাওয়া যাবে। বুধবার এ তথ্য জানায় আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। ভিএফএস গ্লোবাল থেকে জানানো হয়, রোববার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন তাদের কার্যক্রম শুরু করছে। ইতঃপূর্বে যারা নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন। আর যারা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও ভিসা আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেননি তারা বুধবার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুযোগ পাচ্ছেন। ভিএফএস গ্লোবাল আরও জানায়, গ্রাহকদের সুরক্ষাই তাদের অগ্রাধিকার। এ কারণে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হতে পারে। বিশ্বব্যাপী বিধিনিষেধের কারণে এখন অগ্রাধিকারমূলক সেবা দেয়া সম্ভব হবে না। ভিসার জন্য আবেদনকারীদের আবেদন কেন্দ্রে দ্বিতীয়বার (পাসপোর্ট ফেরত নেয়ার জন্য) আসার বিকল্প হিসেবে কুরিয়ার সেবা নিতে উৎসাহিত করছে ভিএফএস গ্লোবাল। করোনাভাইরাস মহামারির কারণে গত ২৫ মার্চ বাংলাদেশের ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। একুশে সংবাদ/তাশা/গো/০৯/০৭/২০২০
Link copied!