AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার করোনা কেড়ে নিল চিকিৎসক মুজিবুল হকের প্রাণ


Ekushey Sangbad

০৫:১৫ পিএম, জুলাই ৮, ২০২০
এবার করোনা কেড়ে নিল চিকিৎসক মুজিবুল হকের প্রাণ

একুশে সংবাদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর বাবা প্রবীণ চিকিৎসক মুজিবুল হক চৌধুরী (৮০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরের মাউন্ড এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. মুজিবুল হক চৌধুরী সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। বর্তমানে তিনি দরগা ঝর্ণারপাড় এলাকায় নিজ বাসভবনে অবসর জীবনযাপন করছিলেন। এনামুল হক চৌধুরীর আত্মীয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, মঙ্গলবার রাতে মুজিবুল হক চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, কয়েকদিন আগে মুজিবুল হক চৌধুরী, তার স্ত্রী ফাতেমা রওশন আরা চৌধুরী ও তাদের বড় ছেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী করোবায় আক্রান্ত হন। পরে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন তারা। এরই মধ্যে ড. এনামুলের শারীরিক অবস্থার অবনতি ৪ জুলাই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। তার মা বাসায় আইসোলেশনে আছেন। মুজিবুল করোনার কাছে হেরে গেলেন। বুধবার দুপুরে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে তাকে সিলেট নগরের মানিকপীর মাজার গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন আরও চারজন। এর মধ্যে তিনজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। নতুন এই চারজনকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৪, সুনামগঞ্জে আট, হবিগঞ্জে ছয় ও মৌলভীবাজারে ছয়জন। একুশে সংবাদ/তাশা/গো/০৮/০৭/২০২০
Link copied!