AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করোনাকালীন সময়েও নারীদের টিডি টিকাদান চলছে


Ekushey Sangbad

০৩:৩৩ পিএম, জুলাই ৭, ২০২০
করোনাকালীন সময়েও নারীদের টিডি টিকাদান চলছে

একুশে সংবাদ: করোনার মধ্যেও শিশুদের টিকাদানের পাশাপাশি ১৫-৪৯ বছর বয়সী নারীদের ধনুষ্টঙ্কার ও ডিপথেরিয়ার (টিডি) টিকাদান কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি বাদ পড়া, ঝরে পড়া শিশু-নারীদের টিকাদান নিশ্চিত করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যে টিকাদান কার্যক্রম বেগবান করতে ইতিমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন চলমান রাখা হয়েছে। ফলে টিকাদান কেন্দ্রে সেবাগ্রহীতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য জনগণকে ধন্যবাদ জানানো হচ্ছে। আপনাদেরকে আবারও আহ্বান জানানো হচ্ছে, ইপিআই টিকা কেন্দ্রে আসুন এবং টিকা দিন।‘ নাসিমা সুলতানা বলেন, ‘আপনাদের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সব কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। বাদ পড়া, ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া, ঝরে পড়া ১৫-৪৯ বছর বয়সী নারীকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। সন্তান ধারণক্ষম নারীদের টিডি টিকা প্রদান চলমান রয়েছে। আপনারা আপনাদের শিশুদের প্রাপ্য টিকা এবং নারীদের টিডি টিকা নিশ্চিত করতে অবলম্বে নিকটস্থ টিকা কেন্দ্রে আসুন এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করুন।’ একুশে সংবাদ/তাশা/গো/০৭/০৭/২০২০
Link copied!