AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জন্মের এক সপ্তাহেই অন্ধ হয় যে গ্রামের মানুষ


Ekushey Sangbad

১২:১৭ পিএম, ডিসেম্বর ১৫, ২০১৯
জন্মের এক সপ্তাহেই অন্ধ হয় যে গ্রামের মানুষ

একুশে সংবাদ : মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর গ্রাম টিলটেপেক নামের গ্রামটিতে জাপোটেক নামের একটি জাতির ৩ শতাধিক মানুষ বাস করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের প্রত্যেকেই দৃষ্টি শক্তিহীন। শুধু মানুষেই নন দৃষ্টিশক্তিহীন গ্রামের পশুগুলোও। জন্মগত ভাবেই গ্রামের অধিবাসীরা অন্ধা ব্যপারটা তা নয়। জাপোটেক নামের এই অধিবাসীর জন্ম নেয়া নব=জাতকরা অন্যদের মতো সুস্থা-সবল অবস্থাতেই জন্মগ্রহণ করে। আর সপ্তাহ খানেক পরেই দৃষ্টি শক্তি হারয়ে ফেলে তারা। খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানী এর কারণ সজানার জন্য গঠন করে তদন্ত কমিটি। গবেষকদের অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্জল্যকর তথ্য। গবেশনায় দেখা গেছে ও গ্রামটিকে ঘিরে রেখেছে "ব্ল্যাক ফ্লাই" নামের এক প্রজাতির বিষাক্ত মাছি ।এই মাছির অবাধ বিচরণ রয়েছে এই গ্রামে। এই মাছির কামড়ে জীবানু ছড়িয়ে পড়ে শরীরে ফলে শিশু থেকে বুড়ো এমনকি পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারয়ে ফেলে। এমন তথ্যে রীতিমত অবাক মেক্সিকো সরকার। বসবাসের অযোগ্য জানিয়ে গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে মেক্সিকোর সরকার। তবে টিলটেপেক ছাড়তে চান না গ্রামবাসী পাশাপাশি মাছির কামড়ে অন্ধ হয়ে যাওয়াটাও মানছেন না অনেকেই। মেক্সিকোর সরকার গ্রামবাসীদের সরিয়ে নেয়ার প্রচেষ্টা অব্যাহত রেকেছেন। আইসি//ব.প//১৫/১২/১৯
Link copied!