AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারপুর ৩০তম বইমেলায় সম্মাননা প্রদান করা হল কবি ফারুককে


Ekushey Sangbad

০৪:০৯ পিএম, ডিসেম্বর ৯, ২০১৯
সোনারপুর ৩০তম বইমেলায় সম্মাননা প্রদান করা হল কবি ফারুককে

দক্ষিণ চব্বিশ পরগনা: সোনারপুর ৩০তম বইমেলা উপলক্ষে বইমেলার নবনীতা দেবসেন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল কবি সম্মেলন। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। উদ্বোধন করেন পূর্ণেন্দু ভট্টাচার্য। এদিন যে-সমস্ত কবিরা কবিতা পড়লেন তারা হলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক ফারুক আহমেদ, লালমিয়া মোল্লা, স্মৃতি বেগ, রাজীব চক্রবর্তী, প্রদীপ মজুমদার, মহঃ হাফিজ, ওয়াজেদ আলি, চঞ্চল মারিক, নিখিল মন্ডল, বিপ্লব রায়, প্রহ্লাদ দত্ত, সামসুল আলম, জিতেন মিস্ত্রি, প্রবীররঞ্জন মন্ডল, পৃথ্বীজিতা দাস, সন্দীপ মিত্র, সুবোধ পান্ডে, তরুণকান্তি প্রিয়, যুথিকা তরফদার, প্রবীর নন্দী, অনুপ রায়, অনিন্দ্য পাল, রোহিনা পারভিন প্রমুখ। সোনারপুর ৩০তম বইমেলায় কবি সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কবি ফারুক আহমেদকে। তাঁর হতে পুরস্কার তুলে দিলেন কবি সম্মেলনের উদ্বোধক পূর্ণেন্দু ভট্টাচার্য। এদিন সকল কবিকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উদ্বোধন পর্বে এদিন মঞ্চে হাজির ছিলেন বইমেলা প্রস্তুতি কমিটির সভাপতি আবিদ হোসেন ও কার্যকরী সভাপতি অরুণকান্তি ঘোষ। অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন কল্যাণসুন্দর গোলদার। উপস্থিত ছিলেন কবি হরিশঙ্কর কুন্ড, সামশুল আলম প্রমুখ। এস.বাড়জুলি // ০৯.১২.২০১৯
Link copied!