AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পেনে ১৮ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজার মানুষ


Ekushey Sangbad

০৭:৪৯ পিএম, মার্চ ১৪, ২০২০
স্পেনে ১৮ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজার মানুষ

স্পেনে ১৮ ঘণ্টায় আরও দেড় হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত হিসেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন করে এই ভাইরাসে আক্রান্ত ১৫শ' মানুষের মধ্যে রাজধানী মাদ্রিদেই আক্রান্তের সংখ্যা এক হাজার।

স্পেনে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩ জনে; মৃত্যু হয়েছে ১৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৭ জন মানুষ।

পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে এখন স্পেন সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে বলে জানা গেছে। এই জরুরি অবস্থা ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ জনে; মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৯ জনের।

করোনাভাইরাসকে এরই মধ্যে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত এ রোগে মৃত্যুহার ৩.৪ শতাংশ, যেখানে মৌসুমি ফ্লুতে মৃত্যুহার থাকে ১ শতাংশের নিচে। তবে করোনায় ৯ বছরের নিচের কেউ মারা যায়নি। প্রবীণদের মধ্যেই মৃত্যুহার বেশি।

এস ক/ক / ১৪.০৩.২০২০

Link copied!