AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেরালায় করোনায় একই পরিবারের ৫ জন আক্রান্ত


Ekushey Sangbad

০২:৩০ পিএম, মার্চ ৮, ২০২০
কেরালায় করোনায় একই পরিবারের ৫ জন আক্রান্ত

ভারতের কেরলা রাজ্যে একই পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়ালো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের ৩ সদস্য সম্প্রতি ইতালি থেকে এসেছিল, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেন ঐ পরিবার বিমানবন্দরে তাদের ভ্রমণ সম্পর্কে তথ্য জানায়নি। এছাড়া স্ক্রিনিংও হয়নি।

তিনি আরো বলেন, ওরা প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হতেও চাননি। আমরা তাদের রাজি করাই।

রাজ্য স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেন, শিশুসহ ও তার অভিভাবকরা ইতালিতে গিয়েছিলেন। ফেরার পর তারা কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন। সেই আত্মীয়রা করোনা-আক্রান্তের লক্ষণ নিয়ে হাসপাতালে যান। তাদের আলাদা করে রাখা হয়। পরবর্তীতে ইতালি-ফেরত ওই পরিবারকেও হাসপাতালে আলাদা রাখা হয়েছে।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিটি দেশ যেন করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ইতিমধ্যে ৮০ টির বেশি দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এস.ব/স // ০৮.০৩.২০২০

Link copied!