AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপানে নগ্ন উৎসবে হাজারো মানুষের ঢল


Ekushey Sangbad

০৪:০৩ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২০
জাপানে নগ্ন উৎসবে হাজারো মানুষের ঢল

নগ্ন হয়ে অন্তত ১০ হাজার মানুষ জাপানের 'হাডাকা মাতসুরি' উৎসবে যোগদান করেছেন। প্রতিবছর হনশু দ্বীপে দেশটিতে এই উৎসব পালিত হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় এ উৎসব।

তবে খবরে বলা হয়েছে, উৎসবের নাম নগ্ন হলেও এখানে অংশগ্রহণকারীরা পুরো নগ্ন হন না। তাদের পরনে জাপানি 'ফান্দোসি' নামে কাপড় থাকে এবং পায়ে থাকে 'তাবি' নামে সাদা একজোড়া মোজা।

ব্যাপক ফসল, সমৃদ্ধি এবং উর্বরতা পাওয়ার লক্ষ্যে দেশটির স্থানীয় সময় শনিবার ৩ টা ২০ মিনিট নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবটিতে দেশটির যুবকেরাও অংশ নেন।

উৎসবে রাত ১০ টার দিকে সেখানকার যাজকেরা ১০০ কাঠি ছুড়ে দেন। যারা এই কাঠি পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। তাদের ধারণা, এই কাঠি পেলে আগামী এক বছর তাদের অনেক ভাল কাটবে।

দেশটির ওকায়ামা ট্যুরিজম বোর্ডের এক মুখপাত্র মিকো ইতানো বলেন, আমরা আশা করি তারা (যুবকেরা) এই ঐতিহ্য ভবিষ্যতে ধরে রাখবে। খবর ইনডিপেন্ডেন্ট, সিএনএন।

এস.এন //১৭.০২.২০২০

Link copied!