AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাপমাত্রা বাড়বে ফেব্রুয়ারি থেকেই, হতে পারে ঝড়-শিলাবৃষ্টি


Ekushey Sangbad

০৫:০০ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২০
তাপমাত্রা বাড়বে ফেব্রুয়ারি থেকেই,  হতে পারে ঝড়-শিলাবৃষ্টি

একুশে সংবাদ : দীর্ঘ সময় শীতের অনুভূতি বেড়ে যাওয়ার অবসান ঘটিয়ে এই ফেব্রুয়ারীতে তাপমাত্রা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান শৈত্যপ্রাবাহ বিরতির পর আবারও স্থায়ী হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
আবহাওয়া পূর্বাভাস কমিটির সভাপিত ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এই ফেব্রুয়ারীতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ফেব্রুয়ারীর প্রথম দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তবে ফেব্রুয়ারী শেষের দিকে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বিজলীসহ বজ্রঝড়ও হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রাজশাহী, পাবনা, শ্রীমঙ্গল অঞ্চল ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।
আইসি/নিবা//০৬/০২/২০২০

Link copied!