AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের বাকলাই ঝর্ণা


Ekushey Sangbad

০৫:২৫ পিএম, জানুয়ারি ২১, ২০২০
বান্দরবানের বাকলাই ঝর্ণা

একুশে সংবাদ: বান্দরবন জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ায় অবস্থিত চমৎকার একটি ঝর্ণার নাম হলো বাকলাই ঝর্ণা। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান পর্যটকদের কাছে অন্যরকম এক আকর্ষণের নাম। বাকলাই ঝর্ণা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ কয়েকটি ঝর্ণার মধ্যে একটি। এটির উচ্চতা প্রায় ৩৯০ ফুট।যারা কেওক্রাডং থেকে তাজিংডং -এর পথে যান তাদের জন্য সবচেয়ে পরিচিত গ্রাম হলো বাকলাই। সবুজ পাহাড়ের বুকে ছোট একটি বসতি যেন পর্যটকদের বিশ্রাম স্থল। কিভাবে যাবেন: ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে বেশ কয়েকটি পরিবহন সার্ভিসের বাস ছেড়ে যায়। যেমন হানিফ, ইউনিক, শ্যামলী, এস আলম, ডলফিন ইত্যাদি যেকোনো একটি বাসে চড়ে যেতে পারেন বান্দরবান। নন এসি বাসে ভাড়া ৫৫০ টাকা এবং এসি ৯৫০ টাকা। এরপর বান্দরবান থেকে বাস অথবা চান্দের গাড়িতে করে প্রায় সাড়ে চার ঘণ্টায় প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌছাতে পারবেন। থানচি বাজার থেকে বাকলাই ঝর্ণায় যেতে ৮-১০ ঘন্টা সময় লাগবে। ট্রেকিং এর পথটাও অনেক সুন্দর, উঁচু নিচু পাহাড় আর ঝিরিপথ পাড়ি দিয়ে এখানে পৌছুতে হয়! এসময় আপনাকে বেশকিছু পাড়া অতিক্রম করতে হবে যেমনঃ টুটংপাড়া, বোর্ডিং হেডম্যানপাড়া, কাইতনপাড়া ইত্যাদি। ঝর্ণার উপরে উঠতে চাইলে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগবে। কোথায় থাকবেন: বান্দরবান শহরে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজ আছে। যেখানে ৬০০ থেকে ৩০০০ টাকায় থাকতে পারবেন। কিছু উল্লেখযোগ্য রিসোর্ট ও হোটেল হলো- হলিডে ইন রিসোর্ট, হিলসাইড রিসোর্ট, হোটেল ফোর স্টার, হোটেল থ্রি স্টার, হোটেল রিভার ভিউ ইত্যাদি। আ.ব.ন//২১.০১.২০২০
Link copied!