AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আব্দুল মান্নান এমপি’র কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Ekushey Sangbad

০৪:৪২ পিএম, জানুয়ারি ২০, ২০২০
আব্দুল মান্নান এমপি’র কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে সংবাদ: আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকায় মোড়ানো আব্দুল মান্নানের কফিনে পুষ্পাঞ্জলী অর্পণের পর মরহুমের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে আরেকটি শ্রদ্ধাঞ্জলী মরহুমের কফিনে অর্পণ করেন। এরআগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব প্রয়াত সংসদ সদস্যের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমীন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ ও হুইপবৃন্দও মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। মরহুমের আত্মার শান্তি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত করা হয়। একাদশ জাতীয় সংসদে বগুড়া-১ (সরিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এ,ক/ক .২০.০১.২০২০
Link copied!