AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেঁপে উঠলেন অভিনেত্রী


Ekushey Sangbad

১১:০৪ এএম, জানুয়ারি ২০, ২০২০
কেঁপে উঠলেন অভিনেত্রী

একুশে সংবাদ : সোনমের বাড়ি লন্ডনে যদিও সোনমের কর্মক্ষেত্র মুম্বাই। আর এই মম্বাই-লন্ডন যাতায়াত লেগেই থাকে সোনমের। আর এই সূত্রেই সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সোনম কাপুর লন্ডনের উবের অ্যাপ উল্লেখ করে তার একটি ভয়ঙ্কর অভিজ্ঞাতা কথা বলেন। সেই পরিপ্রক্ষিতেই তিনি সবাইকে সাধারণ যানবাহন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন সোনম কাপুর। সোনম কাপুর বিয়ের পরে এখন লন্ডন-মুম্বই করতে থাকেন প্রায়ই। স্বামী আনন্দ আহুজা যেহেতু লন্ডনবাসী, তাই অনেকটা সময় ওই শহরেই থাকেন তিনি। অভিনেত্রীর এই অভিজ্ঞতার পরে আনন্দ আহুজাও সবাইকে সাধারণ যানবাহন ব্যবহার করতে অনুরোধ করেছেন। সোনম ও আনন্দ দুজনেরই বক্তব্য, এই অ্যাপ ক্যাবগুলি একেবারেই নিরাপদ নয়। সোনম কাপুর বলেন, ড্রাইভার ”প্রকৃতিস্থ ছিলেন না। সারাক্ষণ শুধু গজরাচ্ছিলেন আর আমার উপর চিৎকার করছিলেন। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো রাইডটা কাঁপতে কাঁপতে এসেছি।” সোনমের ট্যুইটের পরেই তাঁর স্বামী আনন্দ আহুজা সোনমের টুইটটি শেয়ার করে লেখেন, ”অনুগ্রহ করে উবের চড়া বন্ধ করুন, বিশেষ করে লন্ডনে। আমরা একেবারেই বন্ধ করে দিয়েছি প্রায়। হেঁটে যান, বাইকে যান, ট্রেন-বাস যা খুশি, এমনকী লন্ডনের ব্ল্যাক ক্যাবও ভাল।” আইসি/কক/২০/০১/২০
Link copied!