AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনকারী মুজিববর্ষে কি অবদান রাখবেন:প্রশ্ন তথ্যমন্ত্রীর


Ekushey Sangbad

০৬:৫৬ পিএম, জানুয়ারি ১২, ২০২০
১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনকারী মুজিববর্ষে কি অবদান রাখবেন:প্রশ্ন তথ্যমন্ত্রীর

একুশে সংবাদ :‘১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনকারী বেগম খালেদা জিয়া মুজিববর্ষে কি অবদান রাখতে পারবেন?’ প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক স্বদেশ প্রতিদিন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি বিষয়ে তিনি এপ্রশ্ন রাখেন। স্বদেশ প্রতিদিন এর সম্পাদকমন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াকিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একেএম রহমতুল্লাহ এমপি, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল (শনিবার) বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন জনগণের কাছে কতটুকু পৌঁছুবে! আমার সবিনয় প্রশ্ন- বঙ্গবন্ধুকে যে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিনটিকে যে বেগম খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটেন, তিনি এই মুজিববর্ষে কি অবদান রাখতে পারবেন? তিনি জেল থেকে মুক্ত হয়ে কি আবার ১৫ আগস্ট কেক কাটার সুযোগ চান?’ এছাড়া, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা-অসুস্থতা নিয়েও বিএনপি ক্রমাগত অপরাজনীতি করছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বেগম জিয়ার আর্থরাইটিস, হাঁটু ও কোমরের ব্যাথা বহু পুরনো। এনিয়ে তিনি দু‘বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধীদলের ও বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন, এসমস্যাগুলো বয়সের সাথে বাড়ে। কিন্তু খালেদা জিয়া যতটুকু না অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা হচ্ছে, এতে বেগম জিয়াকেই বিএনপি মানুষের সামনে খাটো করছে।’ ‘সরকার বেগম জিয়ার সর্বেোত্তম চিকিৎসা সেবা দেয়ার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে মাসের পর মাস রাখছে, তার ইচ্ছে অনুযায়ী একজন গৃহপরিচারিকা তার সাথে আছে এবং তাকে প্রতিদিন ডাক্তারেরা রুটিন চেক আপ এবং মাঝে-মধ্যেই মেডিকেল বোর্ড চেক-আপ করছে’ জানিয়ে ড. হাছান বলেন, ‘এতকিছুর পরও বিএনপি’র কথা শুনলে মনে হয়, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা ডাক্তার নন, ডাক্তার হচ্ছেন মীর্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব, মওদুদ সাহেব, ড: মোশাররফ সাহেব, তারা। কারণ, তারা বলছেন, বেগম জিয়ার অসুস্থতা না কি গোপন করা হচ্ছে! আসলে তিনি যতটুকু না অসুস্থ, তার চেয়ে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বেগম জিয়াকে মানুষের সামনে খাটো করা হচ্ছে। বিএনপি’কে এই পথ অনুসরণ না করার অনুরোধ জানাই।’ তথ্যমন্ত্রী এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমকে শুধু রাজনৈতিক সংবাদের জন্যই উন্মুখ হয়ে থাকলে হবে না, দেশে আরো বহু বিষয় আছে, সেগুলোর দিকেও নজর ও গুরুত্ব দেয়া প্রয়োজন। গণমাধ্যম যাতে জাতির বিবেক হিসেবে কাজ করতে পারে, সেই লক্ষ্য গণমাধ্যমকর্মীদের মনে রাখা প্রয়োজন। দৈনিক স্বদেশ প্রতিদিন এর শুভযাত্রা ও শতবর্ষব্যাপী এর অব্যাহত যাত্রা কামনা করেন তথ্যমন্ত্রী। স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন ও স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো: মজিবুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। এস.পি.এই //১২.০১.২০২০
Link copied!