AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতকালে শিশুকে গোসলের সময় যা করণীয়


Ekushey Sangbad

০৬:০৯ পিএম, জানুয়ারি ৮, ২০২০
শীতকালে শিশুকে গোসলের সময় যা করণীয়

একুশে সংবাদ: শীতকালে বড় দের যেমন গোসল করতে সমস্যা ঠিক তেমনি ছোটদের বেলায়ও ভয়ে থাকতে হয়। যদি আবার ঠান্ডা লেগে বসে। কিন্তু ডাক্তারদের মতে এ সময় নিয়মিত গোসল করানো ভালো। তা না হলে ত্কের নানা সমস্যা হতে পারে। তাই চলুন জেনে নেই শিশুর গোসল নিয়ে কি করণীয়: ১. শিশুকে সহনীয় হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করান। হালকা গরম পানিতে গোসল করালে শরীরের বন্ধ লোমকূপ খুলে যায় এবং রক্ত চলাচলের গতি বেড়ে যায়। ২. জন্মের পর নবজাতককে যাদের বয়স ২৮ দিন পর্যন্ত তাদের ৭২ ঘণ্টা পর্যন্ত গোসল না করানো উচিত। এরপর প্রতি এক দিন পর পর গোসল করানো যেতে পারে। এ ছাড়া শিশুর অন্য কোনো সমস্যা না থাকলে নিয়মিত গোসল করানো উচিত। ৩. গোসলের আগে শিশুকে কিছুক্ষণ রোদে রাখার পর অলিভ অয়েল বা সরিষার তেল শরীরে মালিশ করলে ঠাণ্ডা বা সর্দি লাগার আশঙ্কা কম হয়। এভাবে ত্বকও অনেক ভালো থাকবে। ৪. শিশুক গোসলের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো কানে কোনো মতেই যেনো পানি না ঢোকে। ৫. ৩০ দিনের বেশি বয়সী শিশুদের প্রতিদিন গোসল করাবেন। তবে নিউমোনিয়া বা ঠাণ্ডার লক্ষণ থাকলে না করানোই উচিত। ৬. গোসলের সময় এক দিন পর পর চুল ভালোভাবে শ্যাম্পু করান। এতে মাথার ত্বক ভালো থাকবে এবং মাথায় কোনো ফুসকুড়ি উঠবে না। ৭. শীতে শিশুদের জন্য গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন। এরপর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। এতে শিশুর ত্বক ভালো থাকে। ক.ক.ন//০৮.০১.২০২০
Link copied!