AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন করে ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ হবে:স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৭:০২ পিএম, জানুয়ারি ৬, ২০২০
নতুন করে ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ হবে:স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,"দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুন করা হয়েছে। ক্যান্সার হাসপাতালে গত মাসেই ২শ বেড থেকে ৫শ বেড করা হয়েছে।দেশের ৮ বিভাগে ৮ টি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। এবছরই দেশের সকল আইসিইউ বেড সংখ্যাও দ্বিগুন করার উদ্যোগ নেয়া হয়েছে।পাশাপাশি, ২৫০ টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ নিউরোসায়েন্সেস হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদবোধন করা হলো যা বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশের মধ্যে একটি। চিকিৎসা ক্ষেত্রে এটি আমাদের এক বিরাট অর্জন।স্বাস্থ্য সেবার এই সকল সুবিধা ভালভাবে সম্পন্ন করার জন্য খুব জরুরি ভিত্তিতে খুব দ্রত সময়ের মধ্যে অধিক সংখ্যক ডাক্তার,নার্স ও অন্যান্য লোকবল প্রয়োজন। একারনে এবছরই নতুন করে অন্তত আরো ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।" আজ ৬ জানুয়ারি দুপুরে রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস অব হসপিটালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদবোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। স্ট্রোক চিকিৎসায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন,"সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা।পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া ভারত,পাকিস্তান, শ্রীলংকা,ইন্দোনেশিয়া,ভিয়েতনাম, মালেয়েশিয়া সহ বিশ্বের আর কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই।সুতরাং সরকারের এই মহতী উদ্যোগকে সকলে মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।" ঢাকার অভীজ্ঞ চিকিৎসকদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পদায়ন করা গেলে জেলা পর্যায় থেকে ঢাকায় আসা রোগীদের চাপ আরো কমে যেতে পারে বলে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী ঘুরে ঘুরে নতুন বেডগুলি দেখেন ও চিকিৎসারত রোগীদের সাথে কথা বলেন। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের যুগ্ম পরিচালক ডাঃ বদরুল আলম। এস.ক.ক // ০৬.০১.২০২০
Link copied!