AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেল্লা ফতে এক টুকরো বরফেই


Ekushey Sangbad

০৮:৫৮ পিএম, ডিসেম্বর ৭, ২০১৯
কেল্লা ফতে এক টুকরো বরফেই

বরফ মানেই ঠাণ্ডা ঠাণ্ডা সরবত৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না এক টুকরো বরফ ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ৷ যারা ব্রণর সমস্যায় ভোগেন তাদের জন্য তো খুবই উপকারি৷ এই এক টুকরো বরফই ফিরিয়ে আনতে পারে আপনার ত্বকের হাড়ারিয়ে যাওয়া উজ্জ্বলতা৷ এই বরফকে কাজে লাগিয়েই আপনি হয়ে উঠতে পারেন অপরূপ সুন্দরী৷ তবে জেনে নিন কিভাবে একটুকরো বরফ ব্যবহার করতে হবে ৷ বরফ ত্বককে টানটান করে: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের চামড়াও সংকুচিত হতে থাকে৷ এক্ষেত্রে একটা কাপড়ের মধ্যে এক টুকরো বরফের টুবরো নিন৷ তারপর সেটাকে বেশ কিছুক্ষণ ধরে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে থাকুন৷ ঠাণ্ডা হওয়ার কারণে ত্বকের চামড়া টানটান হয়ে যাবে৷ আর সেই সাথে রক্ত চলাচল্ও বেড়ে যাবে ফলে ত্বকের লাবণ্য ফিরে আসবে। বরফ চোখের ফোলাভাব কমায়: কাপড়ে পরিমাণ মতো বরফের টুকরো নিন৷ তারপর সেই কাপড়ের সাহায্যে বরফটা ভাল করে চোখের তোলায় কিছুক্ষণ ঘষতে থাকুন৷ বেশ কিছুক্ষণ ঘষার পর দেখবেন চোখের ফোলাভাব কমে যাবে৷ তেমনি ডার্ক সার্কেলের সমস্যাও দূর হবে৷ বরফ ঘষার সময় চোখের তলায় রক্ত চলাচল খুব বেড়ে যায়৷ যার ফলে ধীরে ধীরে সমস্যাগুলি কমতে শুরু করে৷ বরফ ব্রণের প্রকোপ কমায়: এই সমস্যাটি কম বেশি অনেকেরই থাকে৷ আর মুখে একগাদা ব্রণ থাকলে তা দেখতে মোটেই ভাল লাগে না৷ ঠাণ্ডা বরফ বেশ কিছুক্ষণ ধরে ব্রণর উপর ঘষতে থাকুন দেখবেন নিমেষে কমে যাবে আপনার মুখের সমস্ত ব্রণ৷ নিয়মিত বরফ ঘষলে ব্রণর প্রকোপ থেকে আপনি রেহাই পাবেন৷ এইচ//ক.ক//৭/১২/১৯
Link copied!