AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারের বিপিএলে শীর্ষ বোলারের আসনে থাকতে চান তাসকিন


Ekushey Sangbad

০৭:৩০ পিএম, ডিসেম্বর ৫, ২০১৯
এবারের বিপিএলে শীর্ষ বোলারের আসনে থাকতে চান তাসকিন

একুশে সংবাদ: বঙ্গবন্ধু বিপিএল শুরু হতে যাচ্ছে ১১ ডিসেম্বর থেকে।এবারের বিপিএলে নতুন দল পেলেন গতবার সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন আহমেদ। ২৪ বছর বয়সী ডানহাতী এই পেসারকে এবার দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স। গতবার সিলেট সিক্সার্স ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিলো। দলটির হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়ে ছিলেন তিনি।তাই এবার নতুন আঙ্গিকে হতে যাওয়া বিপিএলে তিনি শীর্ষ বোলারের তালিকায় নিজেকে রাখতে চান। এ ব্যাপারে তিনি বলেন, ‘আগের চেয়েও ভালো করার আশা তো থাকবেই। কিন্তু দিন শেষে এটা একটা খেলা, ভালো খারাপ হবেই। চেষ্টা করবো প্রত্যেক ম্যাচে সেরাটা দেওয়ার। রংপুর রেঞ্জার্সকে জেতাতে অবদান রাখতে চাই।’ বিপিএলে ভালো খেলেই জাতীয় দলে ফিরতে চান তাসকিন।তিনি আরও বলেন, ‘এখন আমার লক্ষ্য যেখানেই সুযোগ পাবো, সেখানেই ভালো খেলার। সুস্থ ও ফিট থেকে বিপিএল টা যেন ভালো খেলতে পারি। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য আমার।’ বিপিএল শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি।এরই মধ্যে নিজেকে আরো ঝালিয়ে নিচ্ছেন তিনি। একুশে সংবাদ//ব.ট.ন//০৫.১২.২০১৯
Link copied!