AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মজাদার জর্দা পোলাও তৈরির রেসিপি


Ekushey Sangbad

০৪:১৩ পিএম, ডিসেম্বর ৫, ২০১৯
মজাদার জর্দা পোলাও তৈরির রেসিপি

একুশে সংবাদ: আমরা অনেকেই জর্দা খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে জানি না। তাই মন চাইলেও খাওয়া হয়ে উঠে না। তাই আজ রইল সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার জর্দার রেসিপি। জেনে নিন রেসিপিটি… উপকরণ: পোলাউ চাল বা যে কোন লম্বা চাল যেমন বাসমতী বা দেশমতী ১/২ কেজি খাঁটি ঘি দেড় কাপ জাফরান জর্দ্দা রং এক চিমটি পেস্তা বাদাম কুঁচি ৫/৬ টেবিল চামচ কিসমিস ৫/৬ টেবিল চামচ দারুচিনি ইঞ্চি খানেক করে দুই তিনটা এলাচি ৫/৬টা শুকনা খেজুর (ঐচ্ছিক) চিনি হাফ কাপ গুড়া দুধ তিন টেবিল চামচ লবন এক চিমটি পানি পরিমান মত প্রনালীঃ প্রথমে চাউল ধুয়ে পানি দিয়ে সিদ্ব করতে হবে এবং পানিতে সামান্য লবন এবং জাফরান দিতে হবে। জাফরানের ঘ্রান ও রং সিদ্ব হবার সাথে বের হতে থাকবে। সামান্য জর্দ্দার রং দিন এর মধ্যে চাউল সিদ্ব এবং রং ধরে গেলে ঠান্ডা পানি দিয়ে চাউল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার পাত্রে ঘি গরম করুন এবং দারুচিনি, এলাচি দিয়ে ভেঁজে নিন। ঘি তে পানি ঝরিয়ে রাখা চাউল দিয়ে দিন এবং ভাঁজতে থাকুন। এই সময় পাত্রের তলায় তাওয়া দিতে পারেন, এতে আগুনের আঁচ কম লাগবে। তাওয়া দিয়ে ভাঁজতে থাকুন। এএর মধ্যে কিসমিস দিয়ে নাড়ুন। এবার এতে চিনি দিতে থাকুন এবং নাড়াতে থাকুন। এবার মিল্ক পাউডার ছিটিয়ে মিশাতে থাকুন এবং নাড়ুন। বাদাম কুঁচি দিন। খেজুর কুঁচি দিন। ভাল করে মিশিয়ে নিন। এবার চালের অবস্থা দেখুন, নরম হয়ে ঝরঝরে হয়ে গেল কিনা দেখে নিন। স্বাদ দেখুন। বেশি নরম নয় আবার যেন শক্তও না থাকে! যদি শক্ত লাগে তবে ঢাকনা দিয়ে অল্প আঁচে আরো কিছুক্ষন রেখে দিন। পরিবেশনের জন্য প্রস্তুত! কিছু বাদাম কুঁচি ছিটিয়ে দিন। এই সময়ে আপনি চাইলে কিছু ছোট নানান পদের মিষ্টি (যা মিষ্টি দোকানে পাওয়া যায়) দিয়ে সাজিয়ে দিতে পারেন। একুশে সংবাদ//ম.র.র.ন//০৫.১২.২০১৯
Link copied!