AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিস আর নেই


Ekushey Sangbad

১১:৫০ এএম, ডিসেম্বর ৫, ২০১৯
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিস আর নেই

একুশে সংবাদ : ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বব উইলিস আর নেই। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বুধবার তিনি মারা যান ।তার বয়স হয়েছিল ৭০ বছর। খবর গার্ডিয়ান'র। কিংবদন্তি এ পেসার তিন বছর ধরে থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন। দেশের হয়ে ৯০টি টেস্ট খেলে ৩২৫ উইকেট নেন এই ফাস্ট বোলার। ইংল্যান্ডের সর্বকালের সেরা পেস বোলারের তালিকায় চার নম্বরে তিনি। ১৯৮১ সালে অ্যাশেজের হেডিংলি টেস্টে ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের নায়ক তিনি। ৪৩ রানে নিয়েছিলেন ৮ উইকেট, যেটি তার ক্যারিয়ার সেরা বোলিং। ইংল্যান্ডকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছিল তার বিধ্বংসী বোলিং। ১৯৮৪ সালে ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথমে কাজ করেন বিবিসিতে, এরপর স্কাই স্পোর্টসে। এই কিংবদন্তির মৃত্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শোক প্রকাশ করেছেন।এক বার্তায় বলেছে, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি। উইলিস তার অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। এস.স.ম // ০৫.১২.২০১৯
Link copied!