AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফে "বন্দুকযুদ্ধে রোহিঙ্গা"নিহত


Ekushey Sangbad

০২:২৫ পিএম, নভেম্বর ১৪, ২০১৯
টেকনাফে

একুশে সংবাদ : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে মাহমুদুল হাসান (৩৭) নামে এক রোহিঙ্গা ডাকাত' নিহত হয়েছে। তিনি টেকনাফের নয়াপাড়া শরণার্থী মৌচনি ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকার আহমেদের ছেলে। বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, , পুলিশের হাতে আটক রোহিঙ্গা ডাকাত মাহমুদুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে শালবন রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা মাহমুদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের কনস্টেবল মিঠুন, শাহীন ও হাবিব আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহত মাহমুদুলের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ মানবপাচারের মামলা রয়েছে। লাশটি ময়নাতদরে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এস.বাপ্পি // ১৪.১১.০২০১৯
Link copied!