AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ের আগাম শীতের বার্তা


Ekushey Sangbad

০৪:৪৫ পিএম, নভেম্বর ১২, ২০১৯
পঞ্চগড়ের আগাম শীতের বার্তা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আগাম শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। হিমালয়ের পাদদেশ সীমান্ত ঘেষে বোদা উপজেলায় ধীর পায়ে এগিয়ে আসছে শীত। ভোরবেলা কুয়াশা জমে থাকছে ঘাসে আর লতা-পাতায়। রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। পুরোপুরি শীতের শুরু না হলেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। প্রচলিত রীতি অনুযায়ী কার্তিক মাসে শীতের জন্ম হলেও পৌষ ও মাঘ এই দুই মাস শীত মৌসুম হিসেবে বিবেচিত হয়। আর শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে হিড়িক পড়েছে লেপ-তোষক বানানোর দোকানে। ইতোমধ্যে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষক দোকানগুলোতে। উপজেলার লেপ-তোষকের এক কারিগর মোঃ মিজান জানান, ক্রেতারা শীতের কথা মনে রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। দোকানদার অর্ডার পেয়ে অনেক কারিগররাও লেপ-তোষক ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৫/৭টি লেপ তৈরি করতে পারেন। অনুরুপভাবে দিনে কমবেশি ৩/৪টি তোষক তৈরিতেও একই সময় ব্যয় হয়। দোকানদাররা বর্তমান বাজারে একটি লেপ ও তোষক তৈরি খরচ নয়শত থেকে এক হাজার দুইশত টাকা হিসেবে। তুলা ব্যবসায়ী বসিরুল জানান, শীত মৌসুমের পুরো তিন মাস কারিগররা যে হারে লেপ-তোষক, গদি তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করে বছরের অন্য সময় তা হয় না। বছরের প্রায় ৮মাস তাদের অনেকটা অলস সময় কাটাতে হয়। কেউ কেউ ছাতি মেরামতসহ ভিন্ন পেশায় নিয়োজিত হয়। ক’দিন ধরে আগাম শীতের আগমন বার্তায় প্রতিদিনই লেপ-তোষক তৈরির অর্ডার বেড়ে গেছে। তাই অর্ডারি লেপ-তোষক তৈরিতে এখন কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। একেক জন কারিগর দিনে প্রায় পাঁচশত থেকে ছয়শত’ টাকা উপাজর্ন করছেন। তিনি আরো জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। তাছাড়া বর্তমানে কেনা-বেচা ভালই হচ্ছে। শীতের তীব্রতা যত বাড়বে বেচাকেনা আরো জমবে বলে আশা করাচ্ছি। বোদা পৌর বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারেও জমে উঠেছে লেপ-তোষকের ব্যবসা। পুরোদমে শীত শুরু হতে আর বেশি দেরি নেই বলেই চলে। তাই লেপ-তোষক তৈরির কাজে ব্যস্ত সময় পাড় করছেন কারিগরা। এস.মানিক // ১২.১১.২০১৯
Link copied!