AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই শীতে বাথরুমের গীজারের পরিচর্যার নিয়ম


Ekushey Sangbad

০২:৫০ পিএম, নভেম্বর ১২, ২০১৯
এই শীতে বাথরুমের গীজারের পরিচর্যার নিয়ম

একুশে সংবাদ:শীত প্রায় সবার পছন্দের ঋতু।কিন্তু গোসল করতে অনেকেই ভয় করেন ঠান্ডা পানির কথা ভাবলেই।গোসলের আগে তাই পানি গরম করার কথা ভাবতে হয়।আর গ্যাসে পানি গরম করা অনেক সময়ের ব্যাপার।আর তাই এই সময়ে অনেকেই গিজার অথবা ইলেক্ট্রিক ওয়াটার হিটার ব্যবহার করেন।এর সাহায্যে খুব সহজে এবং কম সময়ে পানি গরম করে নেওয়া যায়। বাজারে এখন নানান আকারের এবং দামের গিজার পাওয়া যায়। সাধারণত লিটার ভেদেই এর মূল্য নির্ধারিত হয়। গ্যাস অথবা ইলেক্ট্রিক, বেছে নিতে পারেন যে কোনো ধরনের ওয়াটার হিটার। যদিও বাড়ি বা ফ্ল্যাটে ইলেক্ট্রিক গিজারের ব্যবহারই বেশি দেখা যায়। গিজার যেহেতু একটি ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, তাই কেনার সময় অবশ্যই এর সুরক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া উচিৎ। নিরাপদে গিজার ব্যবহার করার জন্য প্রয়োজন তার সঠিক রক্ষণাবেক্ষণ। চলুন জেনে নেই কী ভাবে গিজারের রক্ষণাবেক্ষণ করবেন: ১. নতুন গিজার লাগানোর সময় সঠিক ভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কিনা অথবা গিজারের পাইপের সংযোগ ঠিক হয়েছে কিনা সেই দিকে নজর রাখুন। পাইপগুলি আয়রনের হলে বেশি ভালো হয়। ২. গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। বাড়ির গিজারটি স্বয়ংক্রিয় ভাবে কাজ করছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ৩. গিজারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পানি গরম হয়ে যায়। খেয়াল রাখুন তা হচ্ছে কি না। না হলে বুঝবেন গিজারে কোনো গোলযোগ হয়েছে। ৪. পানি গরম হয়ে গেলে গিজারটি বন্ধ রাখুন। এতে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনই গিজারটিও দীর্ঘ দিন ভালো থাকবে। ৫. পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বের করে নিন। পানি মজুত হতে থাকলে গিজারে আয়রন জমে গিয়ে তা দ্রুত বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ৬. ত্রুটিযুক্ত গিজার থাকলে তা দ্রুত ঠিক করার ব্যবস্থা করুন। না হলে এটি ব্যবহারের ফলে বিপদ ঘটতে পারে। একুশে সংবাদ//ক.ক.ন//১২.১১.২০১৯
Link copied!