AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সূচক বাড়লেও কমেছে লেনদেন


Ekushey Sangbad

০৫:০২ পিএম, নভেম্বর ৩, ২০১৯
সূচক বাড়লেও কমেছে লেনদেন

একুশে সংবাদ: কয়েক মাস ধরেই শেয়ারবাজারে মন্দা অবস্থা বিরাজ করলেও সদ্য সমাপ্ত অক্টোবরে পতনের ধারা সব থেকে বেশি ছিল। অব্যাহত পতনের কবলে পড়ে অক্টোবরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স হারিয়েছে প্রায় তিনশ পয়েন্ট। এর মধ্যে শেষ সপ্তাহেই ডিএসইএক্স কমে ৯০ পয়েন্ট। এমন পতনের মধ্যেই নতুন মাসের (নভেম্বর) প্রথম কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখীতার দেখা পেল শেয়ারবাজার। মূল্য সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারে অংশ নেয়া ১৯০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৩টি। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৭১২২ পয়েন্টে উঠে এসেছে। অরপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দামের সঙ্গে মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪০৫ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৭৯ কোটি ৪৬ লাখ টাকা। বাজারে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৮০ লাখ টাকার। ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড ডাইং, ফার্মা এইড, মুন্নু জুট স্টাফলার্স এবং প্রিমিয়ার ব্যাংক। একুশে সংবাদ//জ.ন.র.ন//০৩.১১.২০১৯
Link copied!