AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক


Ekushey Sangbad

০৪:৩৬ পিএম, নভেম্বর ২, ২০১৯
কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক

একুশে সংবাদ: ধানক্ষেতে কারেন্ট পোকার (বাদামি গাছফড়িং) আক্রমণে দিশেহারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃষকরা। পোকার প্রভাবে ক্ষেত নষ্টের উপক্রম হয়েছে। ক্ষেত রক্ষায় নানা ধরনের স্প্রে করেও ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা। উপজেলার বাইশারি ইউনিয়নের কয়েকজন চাষির ক্ষেত ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানান, মাঠের প্রতিটি ক্ষেতেই কম-বেশি পোকার আক্রমণ দেখা দিয়েছে। তারা সমাধান পেতে বাজারের সার-কীটনাশকের ব্যবসায়ীদের কাছে পরামর্শ নিয়ে নানা ধরনের ওষুধ স্প্রে করেছেন। ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম বলেন, ‘পোকার আক্রমণে কিছু ধান নষ্ট হয়েছে। বিষয়টি শোনার সাথে সাথে ক্ষেতে গিয়ে কৃষকদের পোকা দমনের পরামর্শ দিয়ে যাচ্ছি। বাকি ধান যেন রক্ষা পায়, সেদিকে কৃষি কর্মকর্তারা সজাগ দৃষ্টি রাখছে।’ উল্লেখ্য, চলতি বছর নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩শ ৩৪ হেক্টর জমি। একুশে সংবাদ//জ.ন.র.ন//০২.১১.২০১৯
Link copied!