AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় শীতের শুরুতেই বাজারে মিলছে শীতকালীন সবজি


Ekushey Sangbad

১০:২২ এএম, অক্টোবর ২২, ২০১৯
নওগাঁয় শীতের শুরুতেই বাজারে মিলছে শীতকালীন সবজি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বিভিন্ন বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। জেলার বিভিন্ন গ্রাম থেকে ভ্যান, ইজিবাইক ও ভটভটিতে করে এসব সবজি সরাসরি জেলা সদরসহ বিভিন্ন বাজারে আসছে। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। ফলে এবার শীতের আগেই সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন নওগাঁর কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ-১ মৌসুমে নওগাঁয় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এরমধ্যে শীতের আগাম সবজি চাষ হয়েছে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে। এছাড়া চলতি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে রবি মৌসুম। এই মৌসুমে ইতোমধ্যে কৃষকরা শীতকালীন সবজি রোপন ও বীজবপনের কাজ শুরু করেছেন। রবি মৌসুমে সবজিচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমি। নওগাঁর ১১টি উপজেলার মধ্যে মান্দা, বদলগাছী, ধামইরহাট ও নওগাঁ সদর উপজেলা সবজির জন্য প্রসিদ্ধ এলাকা। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, তিলকপুর, পাহাড়পুর, বদলগাছী উপজেলার বিলাসবাড়ী, কোলা ও আধাইপুর এলাকায় শীতের আগামশিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পালংশাক, লালশাক ইত্যাদি সবজিতে চারিদিক ভরে গেছে। দিনরাত সবজির পরিচর্যাকরছেন চাষিরা। কেউ কেউ পোকামাকড় দমনে স্প্রেকরছেন। বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কৃষকচাঁন মোহাম্মদ জানান, দেড় বিঘাজমিতে আগাম শিমচাষে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। সেপ্টম্বর মাসের শেষসপ্তাহ থেকে তাঁর খেতে শিমউঠা শুরু হয়েছে। এখন প্রতি প্রতিদিন শিম উঠছে তিন-চারমণকরে। ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার টাকা মণেপাইকারী শিমবিক্রি হচ্ছে। এই হিসেবে প্রতি মাসে তাঁর খেত থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকার শিম বিক্রি হওয়ার কথা। সদর উপজেলার চাকলা গ্রামের কৃষক সামসুল হক, আনোয়ারুল ও আব্দুলজব্বার বলেন, টানা দুই বছর ধরে ধানচাষ করে কৃষকেরা দাম না পেয়ে কৃষকেরা শীতের সবজি চাষকরে দুটো পয়সার মুখ দেখছেন। বিশেষ করে এলাকায় শীতের আগাম সবজি চাষ করে এখানকার কৃষকেরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। নওগাঁর শহরের পাইকারী বাজার ঘুরে দেখা গেছে শিম প্রতি কেজি ৯০ টাকা, পালংশাক ৭০ টাকা, লালশাক ৬০ টাকা, ছোট আকারের ফুলকপি প্রতিপিস ৩৫-৪০ টাকা, বড়আকারের ফুলকপি প্রতিটি ৫০-৬০ টাকা, বাঁধা কপি আকারভেদে প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায়, মুলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এস.সুদাম //২২.১০.২০১৯
Link copied!