AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই-অর্থমন্ত্রী


Ekushey Sangbad

০৭:৫২ পিএম, অক্টোবর ২০, ২০১৯
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই-অর্থমন্ত্রী

একুশে সংবাদ :অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। যে কোনো উপায়ে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ বিশ্বাস করে বিশ্বব্যাংক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে। গতকাল ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে রোহিঙ্গা শরনার্থী বিষয়ক গোল টেবিল বৈঠক এবং বিশ্বের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল ও এইচএসবিসি ব্যাংকের সাথে বৈঠককালে অর্থমন্ত্রী মুস্তফা কামাল এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় দেয়া হলেও এখন উচ্চমূল্য দিতে হচ্ছে। কক্সবাজারসহ ঐ এলাকার পুরো পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এতে বাংলাদেশের সামাজিক ও জলবায়ুগত চ্যালেঞ্জ বাড়ছে। সামাজিক ক্ষতি ডলার বা টাকার অংকে পরিমাপ করা সম্ভব নয়। সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল ও এইচএসবিসি ব্যাংকের সাথে বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক দুটি বাংলাদেশে পুঁজিবাজার ও বন্ড মার্কেটে বিনিয়োগ বাড়াতে চায়। বিশ্বব্যাংকের সভায় এ সংক্রান্ত দুটি আলাদা ভাবে প্রস্তাব করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ ও অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার বৈঠকে উপস্থিত ছিলেন।    এস.পি.এই // ২০.১০.২০১৯
Link copied!