AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বছরের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত


Ekushey Sangbad

১১:৫২ এএম, অক্টোবর ১৯, ২০১৯
বছরের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত

একুশে সংবাদ: স্পেনের কাতালান প্রদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো স্থগিত করা হয়েছে। স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার স্প্যানিশ লিগের খেলাটি এর আগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবার কথা ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে গতকাল শুক্রবার দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে সোমবার আটক করার পর পুরো শহর জুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সহিংস প্রতিবাদ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত। বহু যুগ ধরেই স্পেন থেকে আলাদা হতে চাইছে কাতালুনিয়া। মাঝেমধ্যেই শুরু হয় বিক্ষোভ-আন্দোলন। বর্তমান পরিস্থিতিতে আগামী ২৬ অক্টোবরে বার্সেলোনার ন্যু ক্যাম্পে ম্যাচটি নিয়ে শংকা তৈরি হয়। স্প্যানিশ সরকারও এ ম্যাচ এখন আয়োজন করতে নিষেধ করেছিল। এ সপ্তাহের শুরুতেই নিরাপত্তা শংকার কথা জানিয়ে লিগ আয়োজকরা এল ক্লাসিকোর তারিখ পরিবর্তেনের আনুষ্ঠানিক আবেদন করে। বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব রাখা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ইতোমধ্যেই লা লিগা ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে স্থানান্তর অথবা আগামী ১৮ ডিসেম্বর সম্ভাব্য একটি পরিবর্তিত তারিখের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এমন প্রস্তাব ভেবে দেখছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় শিবির। একুশে সংবাদ//ক.ক.ন//১৯.১০.২০১৯
Link copied!