AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাগের অতিরিক্ত ওজনের ফি এড়াতে এক তরুণী ঘটালো অদ্ভুত কান্ড


Ekushey Sangbad

১১:৪৫ এএম, অক্টোবর ১৯, ২০১৯
ব্যাগের অতিরিক্ত ওজনের ফি এড়াতে এক তরুণী ঘটালো অদ্ভুত কান্ড

একুশে সংবাদ: জেল রদরিগেজ নামের বিমানবন্দরে ব্যাগের অতিরিক্ত ওজনের ফি এড়াতে অদ্ভুত কাণ্ড ঘটান ফিলিপিন্সের এই তরুণী। ওই তরুণী তার লাগেজ নিয়ে বিমানবন্দরে গেলে কর্তৃপক্ষ ওজন মেপে জানায় লাগেজের ওজন নয় কেজি।তিনি সাত কেজির বেশি ওজন বহন করতে পারবেন না।তাই তাকে অতিরিক্ত ওজনের জন্য চার্জ দিতে হবে। রদরিগেজ তখন ফি দিতে অস্বীকার করেন।তিনি কাউন্টার থেকে সরে গিয়ে ব্যাগ থেকে ১০টি কাপড় বের করে পরে নেন। এরমধ্যে ছিল পাঁচটি টি-শার্ট, তিনটি প্যান্ট এবং তিনটি জ্যাকেট।এরপর তার লাগেজের ওজন দাঁড়ায় সাড়ে ছয় কেজিতে। অর্থাৎ তিনি অতিরিক্ত আড়াই কেজি ওজনের পোশাক গায়ে জড়িয়ে নেন।এরপর এ অবস্থায় নিজেই বিশেষ ভঙ্গিতে একটি ছবি তুলে পোস্ট করেন তার ফেসবুক পেজে। যা পরে ভাইরাল হয়েছে। এ বিষয়ে রদরিগেজ বলেন, আমি বাড়তি ওজনের জন্য কোন চার্জ দিতে চাইনি।কারণ মাত্র দুই কেজি বেশি ওজন ছিল।এজন্যই এই কাজ করেছি।তবে এই কৌশলে পার পেলেও দ্বিতীয়বার এ কাজ করবেন না বলে জানান তিনি।কারণ হিসেবে জানান, তখন তার খুব গরম লাগছিল। একুশে সংবাদ//ব.প.ন//১৯.১০.২০১৯
Link copied!