AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা ইলিশ ধরায় ১৯৮ জন আটক


Ekushey Sangbad

০৬:৫২ পিএম, অক্টোবর ১৭, ২০১৯
মা ইলিশ ধরায় ১৯৮ জন আটক

একুশে সংবাদ: মা-ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌপুলিশ। এ সময় ১৩৮৯ কেজি ইলিশ ধরায় ১৯৮ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪৩টি থানা ও কেন্দ্র থেকে ২২ লাখ ৬৮ হাজার সাতশ মিটার কারেন্ট জালসহ ও অন্য জাল, ১৩৮৯ কেজি মা-ইলিশ, ৪৫টি নৌকা ও সাতটি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। নৌপুলিশের অতিরিক্ত এসপি ফরিদা বানু জানান, জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ছয় কোটি ৯০ লাখ ১৪ হাজার টাকা। অন্যদিকে জব্দকৃত মা-ইলিশ মাছের মূল্য ছয় লাখ ৪৪ হাজার ২৮ টাকা। তিনি বলেন, চাঁদপুরের ৯টি নৌফাঁড়ি এলাকা, খুলনার ছয়টি, টাঙ্গাইলের সাতটি, ফরিদপুরের পাঁচটি, ঢাকার ছয়টি, বরিশালের ১০টি নৌফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ১৩১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩০ জনকে এক লাখ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা, একজন খালাস এবং ২৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, ১৮টি নৌকা স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেয়া হয়েছে, ছয়টি নৌকা ডুবিয়ে দেয়া হয়, ১১ নৌকা ফাঁড়ি হেফাজতে ১০টি ধ্বংস এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। পাশাপাশি পাঁচটি ট্রলার নদীতে ডুবিয়ে ধ্বংস ও দুটি ফাঁড়ি হেফাজতে রাখা হয়। একুশে সংবাদ//জ.ন.র.ন//১৭.১০.২০১৯
Link copied!