AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় যারা


Ekushey Sangbad

০৪:০৫ পিএম, অক্টোবর ১৬, ২০১৯
বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় যারা

একুশে সংবাদ : যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির জরিপে বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর নাম উঠে এসেছে। এই তালিকায় উঠে এসেছে রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জেসমিন আক্তার সহ দক্ষিণ এশিয়ার আরো কয়েকজন নারীর নাম। আজ বুধবার বিবিসির ২০১৯ সালের প্রভাবশালী একশ নারীর তালিকাটি বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়। পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়, এমন ছয় ক্যাটাগরিতে সারা বিশ্বের ১০০ নারীর নাম প্রকাশ করা হয়। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেখানে জেসমিনের দেশ পরিচয়ে যুক্তরাজ্য-বাংলাদেশ লেখা রয়েছে। তালিকায় রয়েছে রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জেসমিন আক্তারের নাম। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন জেসমিন। শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজের খেলোয়াড়ি নৈপুণ্যের প্রমাণ দেন জেসমিন। এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন জেসমিন। ভারতীয় নারীদের মধ্যে রয়েছে ৭ জনের নাম। এরা হলেন :পারভিনা অঙ্গার(নলেজ ক্যাটাগরি), প্রগতি সিং( লিডারশিপ), ভেনাডা শিবা (আর্থ), নাতাশা নোয়েল(আইডেন্টিটি), সুস্মিত মোহান্তি (নলেজ), শুভলক্ষী নন্দী(আইডেন্টিটি), অরন্য জহর (নলেজ)। উল্লেখ্য পারভিনা অঙ্গার জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। এই তালিকায় পাকিস্তানি নারীদের মধ্যে দুজনের নাম। এরা হলেন : জলিলা হায়দার (লিডারশিপ)। তিনি পেশায় একজন আইনজীবি। অপরজন আফগান বংশোদ্ভূত পাকিস্তানি জারিফা গাফারি। নেপাল : বনিতা শর্মা (নলেজ)। তিনি একজন উদ্যোক্তা। শ্রীলংকা : আচারিয়া পেইরিস (লিডারশিপ)। তিনি পেশায় একজন ডিজাইনার। সূত্র : ওয়েবসাইট এস.ব.স // ১৬.১০.২০১৯
Link copied!