AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কথা ও কাজের মিল থাকতে হবে


Ekushey Sangbad

০৬:৩১ পিএম, অক্টোবর ১৪, ২০১৯
কথা ও কাজের মিল থাকতে হবে

একুশে সংবাদ: ইসলাম ধর্মে কথা আর কাজের মধ্যে মিল রাখার ব্যপারে বলা হয়েছে।আমাদের প্রত্যেকের উচিৎ কথা মতো সেই কাজটি করা। ইয়াহইয়া বিন মুখতার থেকে বর্ণিত, হাসান বসরি (রহ.) বলেছেন তোমরা মানুষকে তাদের কাজের দ্বারা মূল্যায়ন করো এবং তাদের কথাকে উপেক্ষা করো।কারণ আল্লাহ তায়ালা প্রতিটি কথার ব্যাপারে কর্মের দলিল প্রতিষ্ঠা করেন; ওই দলিল তার কথাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। (অর্থাৎ কেউ কোনো কথা বলার পর সে অনুযায়ী কাজ করল কি করল না, তা আল্লাহ তায়ালা দেখেন)। তুমি যখন কোনো ভালো কথা শুনবে, বক্তাকে কিছুটা অবকাশ দেবে।যদি তার কথা তার কাজের সঙ্গে মিলে যায়; তবে তা কত উত্তম ও চক্ষু প্রফুল্লকারী! সুতরাং তার সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক করো, তার সঙ্গে বন্ধুত্ব করো এবং তাকে ভালোবাস। যদি তার কথার সঙ্গে কাজের মিল না থাকে; তবে তার কোন কাজ তোমার জন্য দুর্বোধ্য এবং তার কোন কাজ তোমার কাছে গোপনীয়? তার থেকে দূরে সরে যাও। বনি আদম যেভাবে ধোঁকা খেয়েছে সে যেন তোমাকে সেভাবে ধোঁকা না দেয়। তোমারও কথা ও কর্ম আছে; তোমার কাছে কথার চেয়ে কর্ম অগ্রাধিকার পাবে।তোমার গোপনীয় আমল আছে, প্রকাশ্য আমলও আছে; তোমার গোপনীয় আমল প্রকাশ্য আমল থেকে অগ্রাধিকার পাবে। তোমার পার্থিব কর্ম আছে ও পরকালীন কর্ম আছে; তোমার পরকালীন কর্ম পার্থিব কর্ম থেকে অগ্রাধিকার পাবে। (কিতাবুয যুহ্দ, আবদুল্লাহ ইবনুল মুবারক) একুশে সংবাদ//আ.ব.ন//১৪.১০.২০১৯
Link copied!