AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিঙ্গাপুরে সব ধরনের চিনিযুক্ত কোমল পানীয়ের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা


Ekushey Sangbad

০৬:০৪ পিএম, অক্টোবর ১৪, ২০১৯
সিঙ্গাপুরে সব ধরনের চিনিযুক্ত কোমল পানীয়ের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

একুশে সংবাদ: সিঙ্গাপুরের সরকার চিনিযুক্ত সব ধরনের কোমল পানীয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর চিনিযুক্ত সব ধরনের কোমল পানীয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করল।ডায়াবেটিসের বিরুদ্ধে ‘চলমান যুদ্ধের’ অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সিঙ্গাপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডউইন টং বলেছেন, চিনিযুক্ত বেভারেজও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। সম্প্রচার মাধ্যম, মুদ্রিত ও অনলাইন সংবাদপত্রসহ সব ধরনের মিডিয়া প্ল্যাটফর্মে এ বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা থাকবে। জরিপের মাধ্যমে নেয়া ‘জনগণের মতামতের’ ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি। শুধু বিজ্ঞাপন নিষিদ্ধ হয়েছে এমন নয়, চিনিযুক্ত পানীয় প্রদর্শনেও কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে। এ নিয়ম অনুযায়ী রঙের ব্যবহার এবং মোড়কে সামনের অংশে পুষ্টিতথ্য ও চিনির পরিমাণ উল্লেখ করতে হবে। সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস মোকাবেলার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে এ দুই ব্যবস্থা নেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বাদ অক্ষুণ্ন রেখে স্বাস্থ্যকর পণ্য তৈরির পদ্ধতিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সিঙ্গাপুর সরকারের নেয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা, সিঙ্গাপুর। এক বিবৃতিতে তারা বলেছেন, কম চিনিযুক্ত ও চিনিবিহীন পানীয় বাজারে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। পরিমাণমতো চিনি ঠিক আছে, তবে অধিক মাত্রায় চিনি কারও জন্যই ভালো নয় বলে আমরাও মনে করি।অধিক পরিমাণে চিনিযুক্ত পানীয় পানের সঙ্গে স্থূলতার সম্পর্ক রয়েছে এবং তা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি তৈরি করে। একুশে সংবাদ//দ.য.ন//১৪.১০.২০১৯
Link copied!