AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরাকে সহিংসতায় নিন্দা যুক্তরাষ্ট্রের


Ekushey Sangbad

০১:২৫ পিএম, অক্টোবর ৯, ২০১৯
ইরাকে সহিংসতায় নিন্দা যুক্তরাষ্ট্রের

একুশে সংবাদ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সংযম দেখাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র। ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির দৃষ্টি আকর্ষণ করে পম্পেও ইরাকে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিগত কয়েক দিনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং কোন বিক্ষোভ চলাকালে আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইরাক সরকারের প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণ জনসমাবেশ গণতন্ত্রে একটি মৌলিক অধিকার, এ কথা পুনর্ব্যক্ত করে তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী বা বিক্ষোভকারী কারোরই শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতায় জড়ানোর সুযোগ নেই। ইরাকে ব্যাপক দুর্নীতি এবং চরম বেকারত্বের অবসানের দাবিতে এই বিক্ষোভ শুরু হলেও ক্রমান্বয়ে তা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনের রূপ নিয়েছে। দেশটিতে রক্তক্ষয়ী এ বিক্ষোভে এক সপ্তাহে শতাধিক লোক নিহত ও প্রায় ৬ হাজার আহত হয়েছেন। এস.ব,স // ০৯.১০.২০১৯
Link copied!