AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুব কম খরচেই ঘরে বসান অ্যাকোরিয়াম


Ekushey Sangbad

০৩:১০ পিএম, অক্টোবর ৮, ২০১৯
খুব কম খরচেই ঘরে বসান অ্যাকোরিয়াম

একুশে সংবাদ: অ্যাকোরিয়াম বসানো খুব কঠিন কিছু নয়। বাসায় খুব কম খরচেই বসাতে পারবেন অ্যাকোরিয়াম। তাই আগেই জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য- • প্রথমে ঘরের জায়গা অনুযায়ী অ্যাকোরিয়াম কিনুন। মনে রাখবেন, বেশি ছোট অ্যাকোরিয়ামে মাছ রাখা কঠিন। তাই অ্যাকোরিয়াম ২x১x১ ফুটের কম না করাই ভালো। • ঘরের শক্ত টেবিল বা স্থাপনার থার্মোকলের উপরে অ্যাকোরিয়াম বসাবেন। সরাসরি রোদ আসে এমন জায়গায় অ্যাকোরিয়াম রাখা ঠিক নয়। • মাছকে সুস্থতার সাথে টিকিয়ে রাখতে গেলে পানিতে পর্যাপ্ত অক্সিজেন দরকার। তাই অ্যাকোরিয়ামের আকার অনুযায়ী ফিল্টার লাগাবেন। • মাছ নির্বাচন করার আগে মাছটি সম্পর্কে জেনে নিন। কোন মাছের কতটা পানি দরকার। কোন কোন মাছ একসঙ্গে রাখা যায়, তার চার্ট পাবেন গুগলে। ৩-৪ ফুটের থেকে ছোট অ্যাকোরিয়ামে গোল্ডফিশ, সার্ক জাতীয় মাছ না রাখাই ভালো। বেশি কঠিন প্রজাতির মাছ এড়িয়ে চলুন। • অ্যাকোরিয়াম সাজাতে ন্যাচারাল ছোট নুড়ি বা বালি ব্যবহার করুন। রঙিন পাথর থেকে পানিতে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। মাছের স্ট্রেসও বাড়তে পারে। • প্লাস্টিকের গাছ দিয়ে সাজালে মাছের ক্ষতি হতে পারে। মাছ যদি গাছ না খায়, তাহলে জীবিত গাছ দিন। সে ক্ষেত্রে পর্যাপ্ত আলো দিতে হবে। যেমন- আমাজন সোর্ড, কাবোম্বা, স্যাজিটিরিয়া, লিলি, ক্রিপ্টোকোরিন গাছ ভালো। • অ্যাকোরিয়াম বসিয়েই অনেক মাছ ছাড়বেন না। উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে একটা-দুটো করে মাছ ছাড়ুন। • দোকানে অসাধু ব্যবসায়ীর কাছে ভুল মাছ বা তথ্য নিয়ে ঠকবেন না। বিশ্বস্ত দোকান থেকে মাছ কিনবেন। • ভালো মানের শুকনো খাবার অল্প দেবেন। মনে রাখবেন, কম খাবারের চেয়ে বেশি খাবার খেয়েই মাছ মরার সম্ভাবনা বেশি। • সপ্তাহে একদিন আধঘণ্টা সময় দিন। মাছ থাকতেই পাইপ দিয়ে অর্ধেক পানি ফেলে দিন। কাঁচ পরিষ্কার করুন নরম স্পঞ্জ দিয়ে। তারপর আবার পানি দিন। • দরকার না হলে পানিতে অযথা কোন ওষুধ বা কেমিক্যাল দেবেন না। এতে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। একুশে সংবাদ//জ.ন.র.ন//০৮.১০.২০১৯
Link copied!