AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছোট সোনা মসজিদ


Ekushey Sangbad

০৭:২৩ পিএম, অক্টোবর ৫, ২০১৯
ছোট সোনা মসজিদ

একুশে সংবাদ: রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সুলতানি স্থাপত্যের রত্ন হিসাবে আখ্যায়িত ছোট সোনা মসজিদ অবস্থিত। ছােট সােনা মসজিদের প্রধান প্রবেশ পথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় , ১৪০৩ থেকে ১৫১৯ সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী ছােট সােনা মসজিদটি নির্মাণ করেন। প্রচলিত আছে , একসময় মসজিদের গম্বুজগুলাে সােনা দিয়ে মােড়ানাে ছিল এবং সে কারণেই মসজিদটি সােনা মসজিদ হিসাবে পরিচিতি পায়। আর বাংলাদেশ - ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সােনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছােট সােনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে উঠে। মসজিদের সামনের আঙ্গিনা পশ্চিম থেকে পূর্বে ৪২ মিটার এবং দক্ষিন থেকে উত্তরে ৪৩ . ৫ মিটার পর্যন্ত বিস্তৃত। সােনা মসজিদে গ্রানাইটের টালি ব্যবহৃত হয়েছে। সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছােট সােনা মসজিদে ইটের তৈরি ১২ টি গম্বুজ রয়েছে। আর মজিদের চারপাশের দেওয়াল প্রায় ৬ ফুট চওড়া এবং ভেতর ও বাহিরে পাথরের টালি দিয়ে আবৃত। মসজিদের চার কোনায় ৪ টি আটকোনা মিনার রয়েছে। ছােট সােনা মসজিদের পূর্বে ৫ টি এবং দক্ষিণ ও উত্তর দিকে ৩ টি করে ৬ টি খিলান প্রবেশ পথ রয়েছে। পূর্ব দিকের প্রবেশ পথের সােজাসুজি পশ্চিম দিকের দেয়ালে নকশা খচিত ৫ টি মিহরাব আছে। ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জের দূরত্ব প্রায় ৩০২ কিলােমিটার আর রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জের দুরত্ব ৩১৯ কিলোমিটার। চাপাইনবাবগঞ্জ জেলার কোতােয়ালী গেইট থেকে মাত্র ৩ কিলােমিটার এবং তাহখানা কমপ্লেক্স খেকে আধাঁ কিলােমিটার দূরে ছােট সােনা মসজিদ অবস্থিত। মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল এক দিঘী। মসজিদের পশ্চিম দিকে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব অধিপ্তর কতৃক নির্মিত একটি আধুনিক গেষ্ট হাউস রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক ছােট সােনা মসজিদটি তত্ত্বাবধান করছে। কিভাবে যাবেন : ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন ভাবে যেতে পারবেন। ঢাকা থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ যেতে চাইলে রাজশাহী হয়ে কিংবা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেন কিংবা বিমানে করে যেতে চাইলে আপনাকে আগে রাজশাহী এসে তারপর চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে। মডার্ন , হানিফ এবং শ্যামলী পরিবহনের বাসে রাজশাহী হয়ে সহজে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সিএনজি , অটোরিক্স বা বাসে করে সরাসরি ছােট সােনা মসজিদে যেতে পারবেন।ঢাকার গাবতলী , কল্যাণপুর থেকে গ্রীন লাইন এবং দেশ ট্রাভেলসের এসি বাস ৮০০ থেকে ১০০০ টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। আর শ্যামলী , হানিফ , ন্যাশনাল ট্রাভেলস , বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন - এসি বাস ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়ায় চলাচল করে। কোথায় থাকবেন: চাপাইনবাবগঞ্জ শহরে রাতে থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে। উল্লেখযোগ্য হোটেল গুলোর মধ্যে রয়েছে হোটেল রোজ , লাল বোডিং ,হোটেল আল নাহিদ , হোটেল স্বপ্নপূরী ,হোটেল রংধনু। কোথায় খাবেন: ছোটা সোনা মসজিদের আশে পাশে খাবারের তেমন ভাল কোনো ব্যবস্থা নেই।তবে চাপাইনবাবগঞ্জে খাবারের জন্য বেশ কিছু ভাল মানের খাবার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে। আর হ্যা শিবগঞ্জের আদি চমচম খেতে ভুল করবেননা। একুশে সংবাদ//ভ.গ.ন//০৫.১০.২০১৯
Link copied!