AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের সুখী দেশের তালিকায় এক নম্বর অস্ট্রেলিয়া-কানাডা


Ekushey Sangbad

০৬:২২ পিএম, অক্টোবর ৫, ২০১৯
বিশ্বের সুখী দেশের তালিকায় এক নম্বর অস্ট্রেলিয়া-কানাডা

একুশে সংবাদ: সুখী দেশের তালিকায় বিশ্বের শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং কানাডা। দেশ দুটি ৮৬ শতাংশ সুখী মানুষ নিয়ে এই অবস্থান অর্জন করেছে। তালিকাটিতে সর্বমোট ২৮টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। হ্যাপিনেস ইনডেক্সে অস্ট্রেলিয়া এবং কানাডার পরেই আছে চীন। ৮৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে চীন। অপরদিকে ব্রিটেন ৮২ শতাংশ নিয়ে তৃতীয় স্থান, ফ্রান্স ৮০ শতাংশ নিয়ে চতুর্থ স্থান এবং যুক্তরাষ্ট্র ৭৯ শতাংশ নিয়ে রয়েছে ৫ম স্থানে। এছাড়া সৌদি আরব ও জার্মানি ৭৮ শতাংশ নিয়ে রয়েছে সপ্তম স্থানে এবং ভারত ৭৭ শতাংশ নিয়ে নবম স্থানে রয়েছে। দেশের মানুষ কতটা খুশি অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ কতটা সুখী তা নির্ধারণ করেই এই তালিকা বের করেছে হ্যাপিনেস ইনডেক্স। প্রত্যেক বছরই বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বিশ্বের সুখী দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়।। ২০১৯ সালে এই এককের নিরিখে ২৮টি সুখী দেশের নাম প্রকাশ করা হয়। একুশে সংবাদ//প.প.র.ন//০৫.১০.২০১৯
Link copied!