AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ৮ দেশের গবেষকদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষ হলো


Ekushey Sangbad

০২:০৭ পিএম, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ইবিতে ৮ দেশের গবেষকদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষ হলো

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে সামাজিক উন্নয়ন বিষয়ক এশিয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোট (আইসিএসডিএপি) এর ৭ম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সামাজিক উন্নয়ন বিষয়ক সম্মেলনে মোট ৬৫টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। আইসিএসডিএপি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সম্মেলনে রবিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাপনি অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন সমাপ্তি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, ঢাকা রয়্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, এশিয় প্রশান্ত মহাসাগরীয় (আইসিএসডিএপির) সভাপতি ও চার্লস স্টুয়ার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনোহর শঙ্কর পাওয়ার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বক্তব্য রাখেন। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান পৃথিবীতে যে সব সামাজিক সমস্যা প্রকট আকার ধারন করেছে তা সামাজিক অবক্ষয় রোধ এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জানা যায়, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের ৮টি দেশ অংশগ্রহন করে। এতে ৪৭ জন সমাজতাত্বিক, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বিশারদসহ মোট ২৬৭ জন গবেষক অংশ নিয়েছেন। দুই দিনে মোট ১৬টি সেশনে সামাজিক উন্নয়ন বিষয়ক মোট ৬৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। কয়েকটি ভেন্যুতে একযোগে এসব প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনের প্রবন্ধ গুলোতে চলমান বিশ্বের গৃহযুদ্ধ, শরণার্থী ও সামাজিক অস্থিরতা, রাজনৈতিক প্রক্রিয়া, দ্বন্দ্ব নিরসন, অর্থনৈতিক বৈষম্য, জনসংখ্যা বৃদ্ধি, বিশ্বায়ন, অভিবাসন, লিঙ্গ বৈষম্য, সহিংসতা, শান্তি এবং উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়নের পরিবেশ, টেকসই শিক্ষা, সামাজিক উদ্যোগ ও টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসায়িক-সামাজিক দায়িত্ববোধ সম্পর্কিত বিষয় গুলো প্রধান্য পেয়েছে। এছাড়াও সম্মেলনে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকা ভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নাল অব কমিউনিটি এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামক জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এস.নাঈম // ১৬.০৯.২০১৯
Link copied!