AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি’র ‘দানববন্ধন’ অশুভ ইঙ্গিত-তথ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৫:৪৪ পিএম, সেপ্টেম্বর ১২, ২০১৯
বিএনপি’র ‘দানববন্ধন’ অশুভ ইঙ্গিত-তথ্যমন্ত্রী

একুশে সংবাদ :তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গয়েশ্বর বাবু বলেছেন, তাদের মানববন্ধন না, ‘দানববন্ধন’ করতে হবে। বিএনপি’র একথা অশুভ কোনো কিছুরই ইঙ্গিত। কারণ বিএনপি অতীতে বিভিন্ন সময় দানবীয় রূপ ধারণ করেছে, যা আমরা দেখেছি।’ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান মন্ত্রী। ড. হাছান বলেন, ‘২০১৩, ২০১৪, ২০১৫ সালে এমনকি ২০১৮ সালে নির্বাচনের আগেও তাদের কার্যালয়ের সামনেও আমরা বিএনপিকর্মীদের দানবীয় রূপ ধারণ করতে দেখেছি। তারা বিভিন্ন সময় মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, সরকারি সম্পত্তি এমনকি পবিত্র কোরআন শরিফও পুড়িয়েছে। তারা শতশত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে, বাসে, ট্রেনে এমনকি লঞ্চে আগুন দিয়েছে। অর্থাৎ তারা দানবীয় রূপই ধারণ করেছিল। গয়েশ্বর বাব’র ‘দানববন্ধন’ করার কথা সেই অশুভ দানবীয় ইঙ্গিত।’ ‘তবে বাংলাদেশের জনগণ তাদেরকে অতীতের মতো দানবীয় রূপ ধারণ করতে দেবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা এই সমস্ত অপকর্ম করেছিলেন বিধায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা ২০১৪ সালে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ২০১৮ সালের নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং তাদেরকে অনুরোধ জানাবো, ভবিষ্যতে দানবীয় রূপ ধারণ করার পরিকল্পনা না করে বরং নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটার জন্য এবং সেটিই তাদের জন্যেই শুভ হবে।’ এস.পি.এই // ১২.০৯.২০১৯
Link copied!