AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব জার্মানির :অর্থমন্ত্রী


Ekushey Sangbad

১০:৩৪ এএম, সেপ্টেম্বর ১০, ২০১৯
বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব জার্মানির :অর্থমন্ত্রী

একুশে সংবাদ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জার্মানি বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে তৈরির প্রস্তাব দিয়েছে। যেভাবে জার্মানি থাইল্যান্ডে প্রগতিশীল উৎপাদন ব্যবস্থার মাধ্যমে অ্যাসেম্বল করে, সেভাবেই এখানেও করবে। অর্থাৎ তারা বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের কিছু পার্টস এখানেই তৈরি করবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসবে। এছাড়া জিএসপি সুবিধা যেন বাতিল না হয়ে যায় সেক্ষেত্রে সহায়তা করবে জার্মানি । ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকা সফররত জার্মানির উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরো বলেন, জার্মানির সাথে বাংলাদেশের সম্পর্ক সুপ্রাচীন, অনেক আগে থেকেই তারা এদেশে বিনিয়োগ করে আসছে। এই মুহূর্তে তারা সরকারকে প্রস্তাব দিচ্ছেন যে, তারা বড় আকারে এদেশের পাট শিল্পকে ব্যবহার করতে চায়। উল্লেখ্য, জার্মানির যত গাড়ি আছে, প্রায় সব গাড়ির ভেতরে পাটের ব্যবহার হয়ে থাকে। এসোসিয়েশন অভ্ জার্মান চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস এসোসিয়েশনের জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদল এ সফরের আয়োজন করেছে। এই দলে বস্ত্র, আসবাবপত্র, জাহাজ থেকে শুরু করে পরিবেশ-প্রযুক্তি, ব্যাংকিং ও পর্যটন খাতের প্রতিনিধিরা রয়েছেন। এস.পি.এই // ১০.০৯.১৯
Link copied!