AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় সেতু বন্ধের কারণে অটোর ভাড়া লাগামছাড়া!


Ekushey Sangbad

০৩:৫৫ পিএম, আগস্ট ২৪, ২০১৯
কলকাতায় সেতু বন্ধের কারণে অটোর ভাড়া লাগামছাড়া!

একুশে সংবাদ: কলকাতার তিনটি সেতু এবং হাওড়ায় বঙ্কিম সেতু স্বাস্থ্য পরীক্ষার কারণে আংশিক বন্ধ থাকলেও ছুটির দিন হওয়ায় প্রবল যানজট থেকে রক্ষা পেল শহর। তবে উত্তর কলকাতার অরবিন্দ সেতু বন্ধ থাকায় অটো নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অরবিন্দ সেতু। ওই রাতে চেতলার লকগেট ব্রিজে ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সেটিও। শুক্রবার প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরে জীবনানন্দ সেতু ও হাওড়ার বঙ্কিম সেতুর একাংশও বন্ধ করা হয়। অরবিন্দ সেতু বন্ধ থাকার কারণে গাড়ি ঘুরিয়ে দেওয়ায় ভিআইপি রোড, লেক টাউন এবং যশোর রোডে চাপ বাড়ে। সেতু সংলগ্ন ক্যানাল ইস্ট এবং ক্যানাল ওয়েস্ট রোড ও সংলগ্ন গলিগুলিতে সমস্যা বাড়ে। কারণ, ওই দুই রাস্তার সংযোগকারী বেলি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করার সময়ে অটো ও ছোট গাড়ি আশপাশে ঢুকে পড়ে। সেতু বন্ধ থাকায় উল্টোডাঙা থেকে শোভাবাজার, জোড়াবাগান, আহিরীটোলা-সহ বেশ কয়েকটি রুটের যাত্রা বাধা পায়। কিছু অটো শোভাবাজার থেকে খন্না ও গৌরীবাড়ি পর্যন্ত চলেছে। অভিযোগ, নির্ধারিত ভাড়ার দু’-তিন গুণ বেশি হেঁকেছে অটোগুলি। উল্টোডাঙা স্টেশন থেকে সল্টলেক, পাঁচ নম্বর সেক্টরে যাওয়া অটো নিয়েও একই অভিযোগ যাত্রীদের। একুশে সংবাদ//আ.ব.র.ন//২৪.০৮.২০১৯
Link copied!