AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালো পেসার খুঁজে বের করাই প্রথম চ্যালেঞ্জ: ল্যাঙ্গাভেল্ট


Ekushey Sangbad

০৬:৫৩ পিএম, আগস্ট ২১, ২০১৯
ভালো পেসার খুঁজে বের করাই প্রথম চ্যালেঞ্জ: ল্যাঙ্গাভেল্ট

একুশে সংবাদ: গেল বিশ্বকাপে বাংলাদেশকে বেশি ভুগতে হয়েছে পেস বোলিং নিয়ে। তাই দায়িত্ব নিয়েই ভালো পেসার খুঁজে বের করার পরিকল্পনার কথা জানালেন সদ্য বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়া সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার চার্ল ল্যাঙ্গাভেল্ট। ল্যাঙ্গাভেল্ট মনে করেন, পেসারদের জন্য পেস বান্ধব উইকেট তৈরি করা প্রয়োজন। সেই সম্ভবনাও রয়েছে বাংলাদেশে। ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘স্পিন সহায়ক উইকেটে ভালো পেস বোলিং করা খুবই কঠিন চ্যালেঞ্জ। তবে বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইন-লেন্থ বজায় রাখা। ল্যাঙ্গাভেল্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশের মাটিতে ভালো বল করতে পারে এমন পেসার খুঁজে বের করা। তিনি বলেন, ‘আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো সেই সব পেসারদের খুঁজে বের করা যারা বিদেশের মাটিতে ভালো বল করতে পারে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দেশ, যেখানে সাধারণত বোলিং পিচ বানানো হয়, সেখানে পেসাররা কার্যকর ভূমিকা রাখতে পারবে। ভারতের দিকে তাকালে দেখবেন তাদের তিনজন পেসার রয়েছে, যারা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিতে ভূমিকা রাখে।' বাংলাদেশ দলের জন্য ল্যাঙ্গাভেল্টের প্রধান দায়িত্ব এখন আসন্ন সিরিজের জন্য পেসারদের প্রস্তুত করা। একুশে সংবাদ//ব.ন.র.ন//২১.০৮.২০১৯
Link copied!