AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কষ্টকে শক্তিতে পরিনত করেছেন শেখ হাসিনা:স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৭:৩৬ পিএম, আগস্ট ২০, ২০১৯
কষ্টকে শক্তিতে পরিনত করেছেন শেখ হাসিনা:স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,"জাতির পিতা সহ বঙ্গবন্ধুর গোটা পরিবারকে হত্যার মাধ্যমে ৭৫ এর ঘাতকেরা কেবল জাতিরজনকের উপরই প্রতিশোধ নেয়নি,এর মাধ্যমে তারা গোটা বাঙ্গালি জাতিয়তাবাদকেই নিশ্চিহ্ন করতে ঔদ্ধত্য হয়েছিল।তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ফলে বাংলাদেশ একদিন পাকিস্তানের তাবেদার রাষ্ট্রে পরিনত হবে।কিন্তু তাদের সে ষড়যন্ত্রকে দুরাশায় পরিনত করে এদেশের জনগন ও জাতিরজনকের বেচে থাকা সন্তান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পাকিস্তানের থেকে অনেক বেশি অনন্যসাধারণ উচ্চতায় নিয়ে যাচ্ছেন। গোটা পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধু কন্যার মনে কষ্টের পাহাড় জমাট বেধেছিল সত্য,কিন্তু তিনি কখনই ভেঙ্গে পরেননি।উলটো বঙ্গবন্ধু কন্যা ধীরে ধীরে এখন গোটা বিশ্বের শীর্ষ নেতৃত্বের কাতারে চলে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোটা পরিবার হারানোর কষ্টকে এখন শক্তিতে পরিনত করেছেন।শেখ হাসিনার মনোবল আজ এতটাই দৃঢ় যে,শত্রুর শত কুট কৌশলগুলো তিনি নষ্ট করে দিয়ে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছেন।কাজেই তিনি বেচে থাকতে আর কেউ বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।" আজ ২০ আগস্ট, দুপুরে রাজধানীর আগারগাঁওস্ত নিউরোসায়েন্স হাসপাতালের অডিটোরিয়াম হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নিউরোসায়েন্স হাসপাতাল কর্তৃক আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত "জাতীয় শোক দিবসের" আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। প্রফেসর ডা. দীন মোহাম্মদের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ইকবাল আরসালান,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যাপক এম এ আজিজ, প্রফেসর ডা. বদরুল আলম,ডা. জহিরুল হক চৌধুরী প্রমুখ। এস.পি.এই //২০.০৮.২০১৯  
Link copied!