AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট শুরু


Ekushey Sangbad

০৩:৪৩ পিএম, আগস্ট ২০, ২০১৯
ইবিতে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট শুরু

ইবি সংবাদদাতা : বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীদেরকে প্রতিদিন চলার পথে একটি করে আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলার আহব্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা লক্ষে ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ এর উদ্বোধন কালে তিনি এ আহব্বান জানান। পাশাপাশি তিনি প্রতিদিন মনের একটি করে আবর্জনা ফেলে দেওয়ার আহব্বান জানিয়েছেন। উদ্বোধন কালে তিনি বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজকে থেকে ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ ঘোষণা করা হলো। আমি বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীদের আহব্বান করবো প্রতিদিন চলার পথে একটি করে আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলতে। হল থেকে আসা যাওয়ার পথে শিক্ষার্থীরা যদি এই সহযোগিতা টুকু করে তাহলে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে একটিও পয়সা লাগবে না। তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো ডেঙ্গুর কোনো প্রভাব দেখা যায়নি। আমরা আগে থেকেই ডেঙ্গু প্রতিরোধের জন্য এই মশা নিধন কর্মসূচী পালন করছি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসাইন ভুঁইয়া, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, বিশ^বিদ্যালয় সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান ও শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ। এছাড়াও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, দেশরত্ন শেখ হাসিনা হলের পভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মসূচী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর জায়গার বিভিন্ন স্থানে জন্মানো আগাছা পরিষ্কার করা হবে। একই সাথে মশক নিধন স্প্রে প্রয়োগ হবে বলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস সূত্রে জানা গেছে। এস.নাঈম // ২০.০৮.১৯
Link copied!